জামাইষষ্ঠীতে স্বস্তি! আগামীকাল ছুটি ঘোষণা রাজ্যের

জামাইষষ্ঠীতে স্বস্তি! আগামীকাল ছুটি ঘোষণা রাজ্যের

কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতির জন্য ইতিমধ্যেই একাধিক বিধি-নিষেধ জারি করেছে রাজ্য সরকার। আজ সেই বিধি-নিষেধ শেষ হবে বলে অনেকেই ধারণা করেছিলেন কিন্তু আপাতত গোটা মাস বিধি-নিষেধ থাকবে বলে গতকাল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার মধ্যেই জামাইষষ্ঠীতে আলাদাভাবে ছুটি ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফে। আগামীকাল সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে জামাইষষ্ঠীর উপলক্ষে। যদিও কার্যত ‘লকডাউন’ জারি থাকায় এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, করোনা বিধিতে কিছুটা ছাড় দেওয়া হলেও খুলছে না স্কুল, কলেজ, অঙ্গলওয়াড়ি কেন্দ্র সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান৷ একই ভাবে বন্ধ থাকবে লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা৷ তবে আগের মতোই চলবে স্টাফ স্পেশ্যাল ট্রেন৷ জরুরি পরিষেবা ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত অযথা বেরনো যাবে না৷ ১ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে৷ পাশাপাশি হাসপাতাল, নার্সিংহোম, ডায়গনস্টিক সেন্টার, ক্লিনিক, বিমানবন্দর, মিডিয়া প্রভৃতি বেশ কিছু ক্ষেত্রে ছাড়া বেসরকারি গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে৷ সংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনের জন্য সমাবেশ করা যাবে না৷  

এদিকে, বিউটি পার্লার, সিনেমা হল, জিম, স্পা এবং সুইমিং পুল বন্ধ থাকবে৷ বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিতি নয়৷ শেষকৃত্যে ২০ জনের বেশি মানুষ যেতে পারবে না৷ তবে ই-কমার্স চলবে৷ হোম ডেলিভারির ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি৷ ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত৷ পেট্রোল পাম্প ও এলপিজি ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলি খোলা থাকবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *