ভোট পরবর্তী ‘হিংসা’ মামসায় হাই কোর্টে রিপোর্ট ডিজির, সব অভিযোগই কি মিথ্যে?

কলকাতা: ভোট পর্ব মিটতেই বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে একের পর এক অশান্তি, হিংসার অভিযোগ উঠতে শুরু করে। ভোট পরবর্তী ‘হিংসা’ মামলায় এবার কলকাতা…

কলকাতা: ভোট পর্ব মিটতেই বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে একের পর এক অশান্তি, হিংসার অভিযোগ উঠতে শুরু করে। ভোট পরবর্তী ‘হিংসা’ মামলায় এবার কলকাতা হাই কোর্টে রিপোর্ট দিল রাজ্য। গত ৬ জুন বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ যে  নির্দেশ দিয়েছিল,  তার প্রেক্ষিতেই রিপোর্ট দিল রাজ্য। এখনও পর্যন্ত কতকগুলি এফআইআর দায়ের হয়েছে এবং তাঁর ভিত্তিতে কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই সমস্ত কিছু উল্লেখ করে রিপোর্ট জমা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়।

উল্লেখ্য, একটি সংগঠন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে মামলা করেন। মঙ্গলবার এই মামলা শুনানির জন্য উঠলে, সব পক্ষের কাছে রিপোর্ট না থাকায় শুনানি হয়নি। আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি৷ এদিনের রিপোর্টে বলা হয়েছে, ৬ থেকে ১২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিজির কাছে ইমেলের মাধ্যমে ৫৬০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১০৭টি এফআইআর দায়ের হয়েছে। ৯২টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ মেলেনি। ১১৪টি ক্ষেত্রে অনুসন্ধান করে কোনও অপরাধই খুঁজে পাওয়া যায়নি। ১৮টি অভিযোগ আবার ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গেই সম্পর্কযুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *