লকডাউন বাংলা: কার্যকর নয়া বিধি, শুনশান বাংলা

লকডাউন বাংলা: কার্যকর নয়া বিধি, শুনশান বাংলা

 

কলকাতা: করোনা সংক্রমণ রুখতে এখন থেকে শুরু হয়ে গেল লকডাউন৷ আগামী ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত লকডাউন পরিস্থিতি চলবে৷ আজ বিকেল ৫টা থেকে কার্যকর হয়ে গেল এই বিধি৷

ইতিমধ্যেই দোকপাঠ-অফিস-দোকান বন্ধ হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে৷ নয়া নিধি অনুযায়ী লকডাউন পরিস্থিতিতে বাস, অটো, ট্যাক্সির মতো গণপরিবহণ চলবে না৷ অফিস, দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কারখানা, গুদাম বন্ধ থাকবে৷ খাদ্য সরবরাহ-সহ বেশ কিছু জরুরি পরিষেবা চালু রাখা হচ্ছে৷ বিধিনিষেধ জারি হলেও আজ বিকেল ৫টার পরও কোথায় কোথায় নির্দেশ পালনের ক্ষেত্রে ব্যর্থতা দেখা গিয়েছে৷ ধর্মতালায় কিছু যান এখনও চলাচল করছে বলে খবর৷ শ্যামবাজারেও ভিড় রয়েছে যথেষ্ট৷ তবে, দ্রুত সেই ভিড় নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷

সরকারি বিজ্ঞপ্তিতে আগেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সময়ে লোকজন বাড়িতে থাকবেন৷ খুবজরুরি প্রয়োজন ছাড়া তাঁরা যেন বের না হন৷ নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ বিদেশ থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক ভাবে বাড়িতে ‘কোয়ারেন্টাইনে’ থাকতেই হবে৷ নির্দেশ না মানলে ১ বছর পর্যন্ত জেল ও জরিমানা দু’টি হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + four =