পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের, কমবে জটিলতা

পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের, কমবে জটিলতা

aeeb4c9ed33a2713b375de7571013db9

 

কলকাতা: পেনশনের আবেদন সরলীকরণ করল রাজ্য সরকার। পেনশন পেতে গেলে এবার একটাই ফর্মে আবেদন করা যাবে। এক্ষেত্রে সিঙ্গেল কম্প্রিহেনসিভ ফর্ম চালু করল রাজ্য সরকার। এর ফলে একটি মাত্র ফর্ম পূরণ করতে হবে সরকারি কর্মচারীদের, পেনশন পেতে গেলে একাধিক ফর্ম পূরণ করতে হবে না। 

২০১১ সালে তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর পেনশন সংক্রান্ত ব্যাপারে একাধিক সরলীকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাপের ব্যবস্থা করা থেকে শুরু করে ডকুমেন্টেশনের ব্যবস্থা নিয়েও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সিঙ্গেল কম্প্রিহেনসিভ ফর্ম চালু করে পেনশন আবেদনের পথ আরও সরল করল তারা। এর আগে সরকারি কর্মচারীদের পেনশনের আবেদন করতে গেলে একাধিক ফর্ম ফিলাপ করতে হত এবং ডকুমেন্ট জমা দিতে হত। এবার এই ফর্মের কারণে খুব সহজেই পেনশনের জন্য আবেদন করা যাবে। 

এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বিরাট স্বস্তি দেখা দিয়েছে। কারণ অবসরের পর পেনশন পাওয়ার জন্য যে একাধিক ফরম এবং ডকুমেন্ট জমা দিতে হতো তাতে অবশ্যই যেমন সময় যেত, একইভাবে সঠিকভাবে সবকিছু ফিলাপ হল কিনা সে ব্যাপারে ভাবনা থাকত। কিন্তু এখন একটিমাত্র ফর্মে আবেদন করার প্রক্রিয়া চালু করে সেই সমস্ত ভাবনা চিন্তা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *