৫০ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যা

৫০ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যা

 

কলকাতা: করোনা সংক্রমণে ফের রেকর্ড গড়ল বাংলা৷ এক ধাক্কায় বাংলায় করোনা সংক্রমণ পেরিয়ে গেল ৫০ হাজারের গণ্ডি৷ শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় আড়াই হাজারের কাছাকাছি৷

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৭৫৭ জন৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন৷ এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৩১ হাজার ৬৫৬ জন৷ শেষ ২৪ ঘণ্টায় ২০০৬ জনকে বাড়িতে পাঠানো হয়েছে৷ এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১২৫৫ জনের৷ শেষ ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৪৬ জন৷ শেষ ২৪ ঘণ্টায় করোনা সক্রিয় হয়েছেন ৩৬৯ জন৷ রাজ্যে এখনও পর্যন্ত ৭ লক্ষ ৫৮ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷

করোনা সংক্রমণ নিরিখে শীর্ষস্থানে উঠে এসেছে কলকাতা৷ এখনও পর্যন্ত কলকাতায় ১৬ হাজার ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৬৪২ জনের৷ শেষ ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র কলকাতায়৷ দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা৷ এখনও পর্যন্ত সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭৫ জন৷ মৃত্যু হয়েছে ২৫১ জনের৷ তৃতীয় স্থানে রয়েছে হাওড়া৷ সেখানে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৬ হাজার ৬৭ জন৷ ১৫৯  জনের মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =