পাখি থেকে মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা! বার্ড ফ্লু নিয়ে সতর্কবার্তা রাজ্যের

পাখি থেকে মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা! বার্ড ফ্লু নিয়ে সতর্কবার্তা রাজ্যের

48be832371f9cac9698faf1d2a841a0d

কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এখনও উদ্বেগ কমেনি। নতুন বছরের শুরু থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণভাবে আশঙ্কা কাটেনি সংক্রমণ এবং মৃত্যুর। এরই মাঝে এবার ক্রমশ বাড়ছে বার্ড ফ্লুয়ের আশঙ্কা। তাই ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের সব জেলায় সতর্কবার্তা দিল রাজ্য সরকার। এই নিয়ে ইতিমধ্যেই অ্যাডভাইজারি প্রকাশ করেছে রাজ্য প্রশাসন।

পাখি থেকে মানব শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, এই প্রেক্ষিতে ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের ‌ সব জেলায় বার্ড ফ্লু নিয়ে সতর্কতামূলক অ্যাডভাইজারি জারি করেছে রাজ্য সরকার। বিশেষ করে যারা পোল্ট্রি ফার্মে কাজ করেন, তাদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও যদি একসঙ্গে অনেক পাখি মারা যায় সে ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনকে জানাতে হবে। একই রকমভাবে চিড়িয়াখানার পাখিদের ওপর নজরদারি রাখতে হবে বলে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই নজরদারি রাখছেন এবং নিয়মিতভাবে পাখিদের বর্জ্য পরীক্ষা করা হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতি এখনো পুরোপুরি সামাল দেওয়া সম্ভব হয়নি, এই পরিস্থিতিতে বার্ড ফ্লুর সংক্রমনের আশঙ্কা আরো বেশি আতঙ্কিত করে তুলেছে সাধারণ মানুষকে। 

ইতিমধ্যে এই আতঙ্ক দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কানপুরের বন্ধ করে দেওয়া হয়েছে চিড়িয়াখানা, অন্যদিকে রাজধানী দিল্লিতে বার্ড ফ্লু আতঙ্কের জন্য পরপর পাখি হত্যা শুরু হয়েছে, একই দৃশ্য কেরলেও। একইসঙ্গে জানা গিয়েছে, ইতিমধ্যেই দেশের সাতটি রাজ্যে বার্ড ফ্লু শনাক্ত করা গিয়েছে। সেসব রাজ্যগুলি হল, উত্তর প্রদেশ, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, এবং গুজরাট। এদিকে পশ্চিমবঙ্গের পাখি মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়েছে। দেশজুড়ে বার্ড ফ্লু-র হানা যাতে প্রকট হয়ে উঠতে না পারে সে জন্য এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে কী কী পদক্ষেপ করা দরকার, সে বিষয়ে গত বৃহস্পতিবার সব রাজ্যকে গাইডলাইন পাঠিয়েছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *