তাজপুর বন্দর নির্মাণে দরপত্র দিতে পারে যে কোনও সংস্থা, মমতার ঘোষণায় আদানির সঙ্গে দূরত্বের ইঙ্গিত

তাজপুর বন্দর নির্মাণে দরপত্র দিতে পারে যে কোনও সংস্থা, মমতার ঘোষণায় আদানির সঙ্গে দূরত্বের ইঙ্গিত

কলকাতা: তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য নতুন করে দরপত্র হাঁকা যাবে৷ জমা দেওয়া যাবে টেন্ডার৷ এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাজপুরে সমুদ্রবন্দর হবে। এতে সকলেই অংশগ্রহণ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় অনেকেই চকিত৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে শোরগোল৷ কৌতুহল বাড়ছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলেও৷ তবে কি দূরত্ব বাড়ছে আদামির সঙ্গে? কারণ, গত বছর সেপ্টেম্বর মাসে শোনা গিয়েছিল আদানি গোষ্ঠীই এই টেন্ডার পেতে চলেছে৷ তেমনটাই ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে৷ তবে কি তা বাতিল হয়ে গেল? এই ঘোষণার মধ্যে দিয়ে কি মোদী ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত আদানির সঙ্গে দূরত্বের বার্তা দিলেন মমতা?

গত বছর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সরকারের তরফে ঘোষণা করেছিলেন যে, তাজপুর সমুদ্রবন্দর নির্মাণের বরাত পেয়েছে আদানি গোষ্ঠী। এই বন্দর নির্মাণে খরচ হবে ২৫ হাজার কোটি টাকা৷ তবে মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় মাথচারা দিল বিতর্ক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *