কলকাতা: দেশের এবং পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি আগের তুলনায় কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সংক্রমণ এবং দৈনিক মৃত্যু আগের থেকে কিঞ্চিৎ কমলেও পুরো মাত্রায় টিকাকরণে জোর দিচ্ছে প্রশাসন। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও প্রায় ২২ লক্ষ ভ্যাকসিনের বরাত বাতিল করেছে রাজ্য বলে জানা গিয়েছে। এই প্রেক্ষিতে অগ্রিম বাবদ দেওয়া প্রায় ৭০ কোটি টাকা ফেরত চেয়েছে তারা।
জানা গিয়েছে, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ভ্যাকসিনের বরাত বাতিল করার জন্য সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের কাছে অগ্রিম দেওয়া টাকা ফেরত চেয়েছে রাজ্য সরকার। ভ্যাকসিনের বরাত বাতিল করা কেন হল, এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। কিন্তু জানা গিয়েছে, যেহেতু কেন্দ্রীয় সরকারের তরফে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কারণে রাজ্য সরকারের তরফে দেওয়া এই ভ্যাকসিনের বরাত বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় সরকার যেহেতু ভ্যাকসিন দিচ্ছে বিনামূল্যে, তাই রাজ্য সরকারের আলাদা করে ভ্যাকসিন কেনার কোনো প্রয়োজন নেই। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এদিন এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন। আসলে কিছু দিন আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে। রাজ্য সরকারকে আলাদা করে ভ্যাকসিন কিনতে হবে না। কিন্তু সেই ঘোষণার আগেই পশ্চিমবঙ্গ সরকার দুই ভ্যাকসিন সংস্থার কাছে অগ্রিম বরাত দিয়ে দিয়েছিল। তাই এখন সেই বরাত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল।
উল্লেখ্য জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছিলেন, টিকাকরণের জন্য রাজ্যগুলিকে আর কোনও অর্থ দিতে হবে না৷ ২১ জুন থেকে ১৮ উর্ধ্ব সকলকে টিকা দেবে কেন্দ্র৷ আগামী দুই সপ্তাহ একযোগে কাজ করবে কেন্দ্র-রাজ্য৷ প্রধানমন্ত্রী জানান, এবার থেকে দেশে উৎপাদিত মোট ভ্যাকসিনের ৭৫ শতাংশই কিনে নেবে ভারত সরকার। সেই ভ্যাকসিন বিনামূল্যে রাজ্য সরকারগুলির হাতে তুলে দেওয়া হবে। এবার থেকে রাজ্যগুলিকে ভ্যাকসিনের জন্য টাকা খরচ করতে হবে না।