রামপুরহাট-কাণ্ডে SIT গঠনের নির্দেশ রাজ্যের, বসানো হল ওসি-কে, অপসারিত এসডিপিও

রামপুরহাট-কাণ্ডে SIT গঠনের নির্দেশ রাজ্যের, বসানো হল ওসি-কে, অপসারিত এসডিপিও

রামপুর:  তৃণমূল উপপ্রধানের খুনের ঘটনায় উত্তাল বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রাম৷ পর পর বাড়িতে আগুন৷ উদ্ধার ১০টি মৃতদেহ৷ রামপুরহাটের ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিল রাজ্য সরকার। তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং, এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। রামপুরহাটের ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি-কে ‘ক্লোজ’ করা হয়েছে। আপসারিত হয়েছেন এসডিপিও সায়ন আহমেদ। 

আরও পড়ুন- ‘শুনলাম শর্ট সার্কিট থেকে টিভি ফেটে আগুন লেগেছে’, রামপুরহাটের ঘটনায় মন্তব্য অনুব্রতর

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী৷ তাঁর কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রির্পোট চেয়েছেন রাজ্য পুলিশের ডিজি৷ সোমবার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা হামলায় মৃত্যু হয় তৃণমূল নেতা ভাদু শেখের৷ তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তিনি ছিলেন বকটুই গ্রামের৷ গতকাল গ্রামে জাতীয় সড়কের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে এক দল দুষ্কৃতী। ঘটনায় গুরুতর জখম হন ভাদু৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভাদুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই গ্রাম৷ পর পর দশটি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ গোটা গ্রাম ঘিরে রেখেছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যানমেরার ফুটেজ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে৷ উদ্ধার হয়েছে দশজনের ঝলসানো মৃতদেহ৷