পদ ছাড়লেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং

কলকাতা: মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিলেন অমরেন্দ্রকুমার সিং। লোকসভা নির্বাচন চলায় ওই পদে আপাতত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এই ভোটের কারণেই নতুন কমিশনার কে হবেন, তাও এখনও চূড়ান্ত হয়নি। সাংবিধানিক এই পদ তাই শূন্যই রয়েছে। তাঁর জায়গায় কে আসবেন, তা এখনও নবান্নের তরফে রাজভবনকে পরিষ্কার করে জানানো হয়নি। তবে সূত্রের খবর, রাজ্যের

পদ ছাড়লেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং

কলকাতা: মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিলেন অমরেন্দ্রকুমার সিং। লোকসভা নির্বাচন চলায় ওই পদে আপাতত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এই ভোটের কারণেই নতুন কমিশনার কে হবেন, তাও এখনও চূড়ান্ত হয়নি।

সাংবিধানিক এই পদ তাই শূন্যই রয়েছে। তাঁর জায়গায় কে আসবেন, তা এখনও নবান্নের তরফে রাজভবনকে পরিষ্কার করে জানানো হয়নি। তবে সূত্রের খবর, রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হতে পারেন পঞ্চায়েত দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কর্মরত অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সৌরভ দাস।

নিয়ম অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশনারের পদে কোনও ব্যক্তি সর্বোচ্চ ৬ বছর থাকতে পারেন। অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত ওই পদে আসীন হতে পারেন। ২০১৫ সালের ১৪ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনার পদে যোগ দেন অমরেন্দ্রকুমার সিং। তখন তাঁর বয়স ছিল ৬১। তাঁর বয়স ৬৫ বছর হল। তাই নির্বাচন কমিশনার হিসেবে তাঁর শেষ দিন ছিল মঙ্গলবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *