কলকাতা: আজ ১০৮ পুরসভার ভোট ছিল রাজ্যে। তাতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। অভিযোগ জমা পড়েছে ১ হাজারটি, অশান্তির আশঙ্কায় ৭৮৭ জনকে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভোট শেষে সাংবাদিক বৈঠকে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। তাছাড়াও তারা দাবি করেছে, অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গেই তার ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে তারা।
আরও পড়ুন- রাশিয়ান হামলায় মৃত্যু বাড়ছে! হেল্পলাইন চালু করল ভারত
অন্যদিকে আবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন, ভোট আপাতভাবে শান্তিপূর্ণ হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ ছিল যাতে মানুষ শান্তিভাবে ভোট দিতে পারে। কোনও অশান্তি হলে তার জন্য পুলিশ ব্যবস্থা নেবে। ঠিক সেই নির্দেশ মেনেই কাজ হয়েছে বলে দাবি করেছেন তিনি। ডিজি এও দাবি করেছেন, যে আজ ভোটে রাজ্যে এমন কোনও বড় ঘটনা ঘটেনি যা নিয়ে বলা যায় যে চিন্তার কোনও বিষয় আছে। ভোট শতাংশ হিসেবেও রাজ্যে ভাল ভোট হয়েছে বলেও দাবি করেছেন মনোজ মালব্য।
আসলে শাসক শিবির তৃণমূল কংগ্রেসও দাবি শান্তিপূর্ণ ভোটের দাবি করেছে। কিন্তু সংবাদমাধ্যমের বহু ক্যামেরায় যে চিত্র ধরা পড়েছে সারাদিনের তা কিন্তু অন্য কথাই বলছে। রাজপুর সোনারপুর থেকে শুরু করে জলপাইগুড়ি, বহরমপুর, মেদিনীপুর, ভাটপাড়া সব জায়গায় হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রাজ্যের যে ২০টি জেলায় ভোট হয়েছে, বেশিরভাগ জায়গা থেকেই বিজেপি অভিযোগ করেছে যে তাদের কর্মী, প্রার্থীদের ওপর হামলা করা হয়েছে। আবার বেশ কিছু জায়গায় তৃণমূল কর্মী এবং প্রার্থীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আবার পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে দুই পক্ষই। বিরোধীরা বলছে তৃণমূলের হয়ে কাজ করেছে তারা, আবার তৃণমূল বিধায়ক মদন মিত্র দাবি করেছেন, পুলিশ বিজেপির হয়ে কাজ করেছে।