কলকাতা, পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর। অর্থাৎ, স্কুলছুটরা ফের ভর্তি হলে, তাদের সংশ্লিষ্ট ক্লাসের উপযোগী করে তুলতে বিশেষ সহায়ক বই তৈরি করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নয়া প্রকল্প চালু হবে বলে জানা গিয়েছে। বই তৈরির কাজ শেষ লগ্নে। স্কুলছুটের সংখ্যা নির্মূল করতেই এই উদ্যোগ নিচ্ছে সরকার। তবে এই উদ্যোগ কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।পঠন-পাঠন কীভাবে হবে? শিক্ষা দপ্তরের আধিকারিকদের একটি অংশের অভিমত, মাঝে যে কয়েক বছর সে স্কুলে পড়েনি, সেই বিষয়গুলির সারমর্ম তাকে পড়ানো হবে নিয়মিত ক্লাসের পাশাপাশি। প্রতি বছরের ইংরেজি, বাংলা ও অঙ্কের বইয়ের নির্যাস থেকে পৃথক বই তৈরি করা হচ্ছে। সেটাই ওই সব ছাত্রছাত্রীদের শেখানো হবে। যাতে তাদের পড়াশোনায় ফাঁক না পড়ে। ফলে তেমন সমস্যা হওয়ার কথা নয়। স্কুল চলাকালীন অবসর সময় এই পাঠ দেওয়া হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তবে পুরো প্রকল্পটি কী করে চালু হবে, তা নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে।
স্কুলছুটরা ফেরাতে নয়া বই আনছে রাজ্য শিক্ষা দপ্তর
কলকাতা, পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর। অর্থাৎ, স্কুলছুটরা ফের ভর্তি হলে, তাদের সংশ্লিষ্ট ক্লাসের উপযোগী করে তুলতে বিশেষ সহায়ক বই তৈরি করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নয়া প্রকল্প চালু হবে বলে জানা গিয়েছে। বই তৈরির কাজ শেষ লগ্নে। স্কুলছুটের সংখ্যা নির্মূল করতেই এই উদ্যোগ নিচ্ছে সরকার। তবে এই উদ্যোগ