আলোচনা ছাড়াই রাজ্য বাজেট! তুঙ্গে বিতর্ক

কলকাতা: রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক বা আলোচনা না করেই রাজ্য বাজেট অধিবেশন শেষ হতে পারে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলের বিধায়করা৷ তবে, বিষয়ে চূড়ান্ত না হলেও আগামী ৩১ জানুয়ারি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে সর্বদলীয় ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সূচি পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে৷ আগামী ৪ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট

87f998552413a140354a4144a1295ce4

আলোচনা ছাড়াই রাজ্য বাজেট! তুঙ্গে বিতর্ক

কলকাতা: রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক বা আলোচনা না করেই রাজ্য বাজেট অধিবেশন শেষ হতে পারে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলের বিধায়করা৷ তবে, বিষয়ে চূড়ান্ত না হলেও আগামী ৩১ জানুয়ারি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে সর্বদলীয় ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সূচি পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে৷

আগামী ৪ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ তাঁর পেশ করা বাজেটে আপাতত নতুন আর্থিক বর্ষের প্রথম চার মাসের প্রস্তাবিত আয়-ব্যয়ের তথ্য থাকার কথা৷ তবে জনস্বার্থে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্তের কথাও তাঁর বাজেট ভাষণে থাকবে বলে মনে করা হচ্ছে৷

বিধানসভা সূত্রে খবর, বাজেট নিয়ে আপাতত একদিন আলোচনার জন্য ধার্য হয়েছে৷ সেই আলোচনা হবে ৫ তারিখ৷ আগামী ১ তারিখ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা৷ ওই দিন রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা হবে৷ তারপরই উঠবে সরাসরি বাজেট পেশের পর্ব৷ কিন্তু, নিময় অনুযায়ী রাজ্যপালের ভাষণের পর তা উপর বিতর্ক বা আলোচনা করা হয়৷ তারপর হয় বাজেট পেশ৷ কিন্তু, এবার রাজ্যপালের ভাষণের পর পর পেশ হতে পারে বাজেট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *