রাজ্য বাজেট: মোটর ভেহিকলসে কর ছাড়ের বড় ঘোষণা রাজ্যের

রাজ্য বাজেট: মোটর ভেহিকলসে কর ছাড়ের বড় ঘোষণা রাজ্যের

কলকাতা: আজ তৃণমূল সরকারের দ্বিতীয় দফার শেষ পূর্ণাঙ্গ আর্থিক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ পুরসভোট ও ২০২১ সালের নির্বাচনের কথা মাথায় রেখে ও আর্থিক টানাটানি থেকে রাজ্যকে দিশা দেখা দেখাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ কৃষি, শিল্প, কর্মসংস্থান প্রসঙ্গে আজ ২০২০-২০২১ আর্থিক বছরে রাজ্য বাজেটের দিকে তালিয়ে বাংলার কয়েক কোটি জনতা৷

আম জনতারকে স্বস্তি দিয়ে এবার রাজ্য বাজেটে বেশ কিছুটা বকেয়া কর ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ আগামী অর্থবর্ষে বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানিয়েছেন, মোটর ভেহিকেলসে সব জরিমানা মকুব করা হবে৷ আগামী ৩১ মার্চ ২০২০ সালের মধ্যে মোটর ভেহিকেলসে আইনে সমস্ত জরিমানা ৫০ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী৷ বকেয়া মামলার নিষ্পত্তির জন্য একাধিক ফাস্ট ট্র্যাক কোর্ট নির্মাণেরও প্রস্তাব দেওয়া হয়েছে৷ ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে৷

একইসঙ্গে চাবাগানগুলিতে আয়কর সম্পন্ন করারও ঘোষণা করেছেন তিনি৷ কৃষ আয়কর ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এছাড়াও চা বাগানে কর্মরত গৃহহীনদের জন্য আবাসন তৈরি করে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি৷ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য বেশ কিছু ঘোষণা করা হয়েছে৷ আগে পিএফের জন্য শ্রমিকদের দিতে হত ২৫ টাকা৷ একই ভাবে রাজ্য দিত ৩০টাকা৷ এখন সেই সুবিধা মিলবে বিনামূল্যে৷ এখন থেকে পুরোটাই রাজ্য সরকার দেবে৷ দেড় কোটি পরিবার এর সুবিধা পাবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =