নয়াদিল্লি: রথযাত্রা নিয়ে আইনি লড়াই এবার গড়াতে চলেছে সুপ্রিম কোর্টে। যে কোনও মূল্যে এই লড়াইতে জয় সুনিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। রাজ্য বিজেপির তরফে যাত্রার অনুমতি পেতে কলকাতা আদালতে মামলা ঠুকেছিলেন দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। রবিবার দিল্লিতে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। রাজ্য কমিটির প্রভাবশালী এক নেতাও তাঁর সঙ্গে ছিলেন। কেন্দ্রীয় বিজেপির আইনি পরমার্শদাতাদের সঙ্গে রথ মামলা নিয়ে সেখানে আলোচনা হয়। তাঁদের পরামর্শ অনুসারে, রথযাত্রা মামলা বিজেপির পক্ষে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কলকাতা আদালতের নির্দেশে রাজ্য প্রশাসনের তরফে এই যাত্রা বাতিলের যে কারণ দেখানো হয়েছে, তা দেশের সর্বোচ্চ আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না বলেই মত দিল্লি বিজেপির আইনি পরমার্শদাতাদের। সুপ্রিম কোর্টে বিজেপির হয়ে মামলা দায়ের করার আগে এ সংক্রান্ত যাবতীয় নথি চাওয়া হয়েছে। অর্থাৎ রথযাত্রার জন্য কবে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে, কতবার চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির কোনও জবাব এসেছে কি না, আদালতের নির্দেশের আগে নবান্নের তরফে অনুমতি সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়েছিল কি না, সমস্ত বিষয় জানতে চাওয়া হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রীতিমতো আটঘাট বেঁধে প্রয়োজনীয় সমস্ত নথি মূল্যায়ন করে মামলার দিকে এগতে চাইছে বিজেপি।
মামলার লক্ষ্যে দিল্লিতে রাজ্য বিজেপি নেতৃত্ব
নয়াদিল্লি: রথযাত্রা নিয়ে আইনি লড়াই এবার গড়াতে চলেছে সুপ্রিম কোর্টে। যে কোনও মূল্যে এই লড়াইতে জয় সুনিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। রাজ্য বিজেপির তরফে যাত্রার অনুমতি পেতে কলকাতা আদালতে মামলা ঠুকেছিলেন দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। রবিবার দিল্লিতে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। রাজ্য কমিটির প্রভাবশালী এক নেতাও তাঁর সঙ্গে ছিলেন। কেন্দ্রীয় বিজেপির আইনি পরমার্শদাতাদের সঙ্গে