কলকাতা: সংক্রমণ ওঠা-নামা করতে করতে ২০০-৩০০ ছাড়িয়ে চলে গিয়েছিল বঙ্গে। পুজোর মধ্যেও সংক্রমণ ওঠা নামা করেছে। শেষ কিছুদিন ধরে ওঠা-নামা করছিল বঙ্গের দৈনিক আক্রান্ত। আজ ফের তুলনায় সংক্রমণ বেড়েছে কিন্তু সুস্থতা একটা স্বস্তি দিচ্ছে সকলকে। করোনার পাশাপাশি বঙ্গে ডেঙ্গিও ব্যাপক প্রভাব বাড়িয়েছে শেষ ক’দিনে। যা অন্য চিন্তার বিষয়। আপাতত ৯০০-র ওপর রোগী হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- বঙ্গের কোভিড গ্রাফ ফের উঠল, সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৯৭ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৬ হাজার ৫২০ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫১৯ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৬৯ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৩ হাজার ৪৯৪ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৬ হাজার ৮৫৯ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ২.৮৭ শতাংশে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ।
এদিকে পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গির বাড়বাড়ন্তে বাঁকুড়া জেলার অবস্থা সবথেকে খারাপ কারণ এই জেলাতেই সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। ২০০-র ওপর মানুষ ডেঙ্গি সংক্রামিত এই জেলায়। এছাড়াও দার্জিলিং-সহ উত্তরবঙ্গের ছ’টি জেলায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। কলকাতাও যে খুব একটা সুখকর জায়গায় আছে এমনটা নয়। শহরেও দিনদিন বাড়ছে মশা বাহিত রোগে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে।