তাণ্ডব শুরু ফনির, সঙ্গে রাখুন জরুরি ফোন নম্বর

কলকাতা: পুরীতে আছড়ে পড়ার পরপরই এ রাজ্যেও তার প্রভাবে তাণ্ডব শুরু হয়ে গেল ঘূর্ণিঝড় ফনি। আর কিছুক্ষণ পরই শক্তি কমিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, মেদিনীপুর উপকূল, দীঘা, শঙ্করপুর, মন্দারমণি সহ বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে। মেদিনীপুরের বহু রাস্তায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। ভেঙে

তাণ্ডব শুরু ফনির, সঙ্গে রাখুন জরুরি ফোন নম্বর

কলকাতা: পুরীতে আছড়ে পড়ার পরপরই এ রাজ্যেও তার প্রভাবে তাণ্ডব শুরু হয়ে গেল ঘূর্ণিঝড় ফনি। আর কিছুক্ষণ পরই শক্তি কমিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, মেদিনীপুর উপকূল, দীঘা, শঙ্করপুর, মন্দারমণি সহ বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে। মেদিনীপুরের বহু রাস্তায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। ভেঙে পড়েছে বেশ কিছু হোর্ডিংও। দীঘায় সকাল থেকেই নাগাড়ে পড়ছেহয়েছে বৃষ্টি।

রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের হেল্প লাইন।

  • হেল্প লাইন নম্বর-১০৭০
  • দক্ষিণ-পূর্ব রেলওয়ের হেল্প লাইন নম্বর-
  • খরগপুর স্টেশন হেল্পলাইন নম্বর-
  • বিএসএনএল- ০৩২২২-২২১৬৯৬
  • বিপর্যয় মোকাবিলা দফতর (রেল)- ৬৩৫৩৫
  • প্লার্টফর্ম হেল্পলাইন নম্বর- ৬৩৯৫০
  • বিএসএনএল- ০৩২২২-২৫৫৭৫৮
  • বালাসোরে রেলওয়ে কন্ট্রোল রুম নম্বর- ৬৪৯০৮ এবং ৬৪৯০৯
  • বিএসএনএল-০৬৭৮২-২৬২৭৬
  • হাওড়ায় রেলওয়ে কন্ট্রেল রুম নম্বর- ৪৫২৭১
  • বিএসএনএল- ০৩৩২৬-৪১২৯৭৫
  • নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুম- ১০৭০
  • সেচ দপ্তরের কন্ট্রোল রুম- ১৮০০-৩৪৫০১১৭/২৩২১ ৮৩৪১

ঘূর্ণিঝড় ফনির দাপটে রেল চলাচল সম্পর্কে যাত্রীদের তথ্য দিতে বিশেষ কন্ট্রোল রুম চালু করল দক্ষিণ-পূর্ব রেল। চার জায়গায় চালু হওয়া কন্ট্রোল রুম ও সেগুলির নম্বর হল:

  • কন্ট্রোল রুম নম্বর
  • খড়্গপুর ডিজাস্টার ম্যানেজমেন্ট রুম- ০৩২২২২২১৬৯৬
  • খড়্গপুর স্টেশন- ০৩২২২২৫৫৭৫৮
  • বালেশ্বর- ০৬৭৮২ ২৬২৭৬
  • হাওড়া- ০৩৩২৬৪১২৯৭৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =