মদনের অভিযোগ অস্বীকার, পাল্টা আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিল SSKM

মদনের অভিযোগ অস্বীকার, পাল্টা আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিল SSKM

d348569afe1a5b84cbc4fe33c757499b

কলকাতা: এসএসকেএম হাসপাতাল নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিধায়ক মদন মিত্র। দুর্ঘটনাগ্রস্ত এক রোগীকে পিজিতে ভর্তি করাতে পারেননি তিনি, এমনকি তাঁকে ৬ ঘণ্টা ম্বুল্যান্সেই রেখে দিতে হয় বলে অভিযোগ। এই ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। এবার জানা গেল, মদন মিত্রকেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি তারা যে আইনি পদক্ষেপ নেবে বা নিতে পারে সেই আভাসও দিয়েছে। একই সঙ্গে দাবি করেছে, খোদ মুখ্যমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন। হাসপাতাল চত্বরে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। 

মদন অভিযোগ করেছিলেন, এখানে দালালরাজ চলছে। টাকার খেলা চলছে চারিদিকে। টাকা দিলে তবেই মেলে স্বাস্থ্য পরিষেবা। এই অভিযোগ অস্বীকার করে তীব্র বিরোধিতা করেছে পিজি কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, রোগী ভর্তি না হলেই হাসপাতালে দালালরাজের অভিযোগ করা হয়। এটা বরদাস্ত করা হবে না। পাশাপাশি তারা এও দাবি করে, শুক্রবার রাতে ইচ্ছাকৃত ভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের হেনস্থা এবং গালিগালাজ করা হয়েছে। তারা মুখ্যমন্ত্রীকে গোটা বিষয় সম্পর্কে জানিয়েছে। বলা হয়েছে, অন্য যে কোনও স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে হামলা করলে সরকার যেমন ‘জ়িরো টলারেন্স’ নীতি নেয়, এক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হবে।