নির্দেশ ছাড়া নিয়োগ সম্ভব নয়, ২০১৬ উচ্চ প্রাথমিক নিয়ে হাইকোর্টে SSC

নির্দেশ ছাড়া নিয়োগ সম্ভব নয়, ২০১৬ উচ্চ প্রাথমিক নিয়ে হাইকোর্টে SSC

f522e47a4a3197f066cee00bfe34bcf8

কলকাতা: মূল মামলা আদালতের আওতায় তাই নিয়োগ করা যাচ্ছে না। ২০১৬ উচ্চ প্রাথমিক নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এসএসসি। তারা জানিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া পদক্ষেপ করা সম্ভব নয়। তাই দ্রুত যেন এই মামলার শুনানি করা হয়। জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- দুর্ঘটনায় আহত কর্মচারীদের পাশে অটোমোবাইল ওয়ার্কার্স ইউনিয়ন, চিকিৎসার অর্থও আদায় হল

২০১৬ সালের নতুন নিয়োগ আটকে রয়েছে আইনি গেরোয়। এসএসসি দাবি করেছে, রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়েছে। ১২ হাজার নিয়োগ প্রক্রিয়া তৈরি হয়েছে। তবে মূল মামলা আদালতের আওতায় হওয়ায় নিয়োগ করতে পারছে না তারা। সেই প্রেক্ষিতেই আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। জানা গিয়েছে, এই নিয়োগে ডিভিশন বেঞ্চের নির্দেশ লাগবে। সূত্রের খবর, আগামী সোমবার অথবা মঙ্গলবার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে আটকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ। বেনিয়মের অভিযোগে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ থমকে গিয়েছে। আদালতের নির্দেশে ২০২০ সালে বাতিল করে দেওয়া হয়েছিল উচ্চ প্রাথমিক প্যানেলও। এবার সেই শূন্যপদগুলিতে আবার নিয়োগের জন্য পদক্ষেপ করছে স্কুল সার্ভিস কমিশন। তার জন্যই আদালতের দ্বারস্থ তারা।