‘হুমকি দিচ্ছেন, ডনের মতো আচরণ করেছেন পার্থ’! হাই কোর্টে জানাল ED

‘হুমকি দিচ্ছেন, ডনের মতো আচরণ করেছেন পার্থ’! হাই কোর্টে জানাল ED

60ecd51a0af64c50250c971c075d711b

কলকাতা: এসএসসি মামলায় গ্রেফতার করার পর শনিবারই পার্থ চট্টোপাধ্যায়কে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। তাঁকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। কিন্তু, পার্থকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে চিকিৎসার যে নির্দেশ নিম্ন আদালত দিয়েছে, তাতে তারা ‘অসন্তুষ্ট’। নিয়ম মেনে শুনানি হয়নি বলেই অভিযোগ ইডি-র। তাই রাতারাতি নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে দ্রুত শুনানির আর্জি জানানো হয়।

আরও পড়ুন- ইডির কাছে অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীর নাম দিলেন পার্থ! বেজায় ক্ষুব্ধ দল

এদিন আদালতে ইডির আইনজীবী সওয়াল করেন, স্কুলে নিয়োগ দুর্নীতিতে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে তদন্ত চলছে। দু’দিন আগে প্রায় ২২ কোটি টাকা এবং ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিম্ন আদালতে পার্থর জামিন বাতিল হয়েছে। সোমবার ফের ইডি-র বিশেষ আদালতে মামলা তোলা হবে৷ এই নির্দেশের পর পার্থকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়। সেখানে ইডির কথা শোনাই হয়নি বলে দাবি৷ অথচ, রাজ্যের প্রাক্তন শিক্ষমন্ত্রীকে নিম্ন আদালতে তোলার আগে অন্য হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, তখন তাঁরা ফিট সার্টিফিকেট দেয়। তার পরও চিকিৎসায় বাধা দেয়নি। তিনিইডির আইনজীবী বলেন, ‘‘বার বার নির্দিষ্ট একটি হাসপাতালেই কেন? এই হাসপাতালে চিকিৎসার নামে দুর্নীতি ধামা চাপা দেওয়ার চেষ্টা হতে পারে।’’ 

অভিযোগ, এসএসকেএম-এ গেলেই ইডি অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে। হাসপাতাল ইডি-র সঙ্গে সহযোগিতা করছে না বলেও অভিযোগ৷ শুধু তাই নয়, ইডির দাবি, এই মুহূর্তে নিজের পছন্দমাফিক হাসপাতালে ভর্তি হওয়ার এক্তিয়ার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেই৷ ইডির আইনজীবী আদালতে এও বলেন, ‘‘ইডি আধিকারিকদের রীতিমতো হুমকি দিয়েছেন পার্থ। ডনের মতো ব্যবহার করেছেন তিনি।’’