ব্যাঙ্কশাল কোর্টে তোলা হল অর্পিতাকে, টাকার উৎস নিয়ে মুখে কুলুপ ‘পার্থ ঘনিষ্ঠ’র

ব্যাঙ্কশাল কোর্টে তোলা হল অর্পিতাকে, টাকার উৎস নিয়ে মুখে কুলুপ ‘পার্থ ঘনিষ্ঠ’র

8888676facd0d02353d2ece0b09c33bf

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে তোলা হল ব্যাঙ্কশাল আদালতে ৷ শনিবার বিকেলে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ রবিবার পেশ করা হয় আদালতে৷ একটু পরেই শুরু হবে শুনানি৷ এদিন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন কোন দল করেন? জবাবে অর্পিতা বলেন, ‘আমি কোনও দল করি না৷’ অথচ গত শুক্রবার এসএসসি মামলায় বেনজির তল্লাশি চালিয়ে তাঁর বিলাসবহুল ফ্ল্যাট থেকেই টাকার পাহাড় খুঁজে পায় ইডি৷ দুই-এক কোটি নয়৷ সাড়ে ২২ কোটি টাকা উদ্ধার করা হয়৷ কিন্তু এত টাকা কোথা থেকে এল? এই প্রশ্নের জবাবে অবশ্য মুখ খোলেননি অর্পিতা৷ 

আরও পড়ুন- আইনেই আস্থা রাখছেন পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা, ফের হল মেডিক্যাল টেস্ট

শনিবার সকালে প্রথমে আটক করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে৷ সন্ধ্যায় পার্থ ‘ঘনিষ্ঠ’ এই মডেলকে গ্রেফতার করে ইডি৷ বাড় থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে৷ গতকাল বাড়ি থেকে বেরোনোর সময় অর্পিতা দাবি করেছিলেন, তিনি কোনও অন্যায় করেননি৷ সবটাই বিজেপির চাল। তাঁকে ফাঁসানো হয়েছে। এদিন সকালে ফের জোকার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়৷ দুপুরে তোলা হয় আদালতে৷