সুপ্রিম রায়ে বাতিল ২৬ হাজার চাকরি, বামেদের বিঁধে বিজেপিকে তুলোধোনা মমতার

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে এক লহমায় চাকরিহারা ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী৷ সুপ্রিম রায়ে চাকরি বাতিলের পর রাজ্য রাজনীতিতে নতুন…

SSC job cancellation Mamata Banerjee reaction

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে এক লহমায় চাকরিহারা ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী৷ সুপ্রিম রায়ে চাকরি বাতিলের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তপ্ত বাতায় বইয়ে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি চাকরিহারা প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। (SSC job cancellation Mamata Banerjee reaction)

নাগরিক হিসেবে রায় সমর্থন নয় SSC job cancellation Mamata Banerjee reaction

নবান্নে এক সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “আমি একজন নাগরিক হিসেবে বলছি, আমি এই রায় সমর্থন করতে পারি না।’’ সেই সঙ্গে তিনি স্পষ্ট ভাবে জানান, ‘‘আদালত বলছে চাকরি বাতিল, কিন্তু যারা চাকরি করছেন, তাঁদের থেকে কোনও টাকা ফেরত নেওয়ার কথা বলা হয়নি।” তিনি আরও যোগ করেন, “যারা দোষী নয়, তাঁরা নতুন সিলেকশন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।’’

এদিন, সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দেয়। আদালত এই নিয়োগ প্রক্রিয়াকে “দূষিত ও কলুষিত” বলে মন্তব্য করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “সব প্রার্থীর চাকরি কেন বাতিল করা হলো? যাঁরা দোষী নয়, তাঁদের কেন শাস্তি দেওয়া হচ্ছে?”

সিপিএম ও বিজেপির অভিসন্ধি SSC job cancellation Mamata Banerjee reaction

একই সঙ্গে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিকাশবাবু (আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য) পৃথিবীর সবচেয়ে বড় আইনজীবী। কেন তিনি এখনও নোবেল পাচ্ছেন না? তিনি যদি এত বড় আইনজীবী হন, তাহলে কেন বাংলার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ বিপদে ফেলা হলো?” মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, “এটা সিপিএম এবং বিজেপির ষড়যন্ত্র। আমরা এর জবাব দেব।”

কী  ভাবে স্কুলগুলিতে ক্লাস নেওয়া হবে, তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন৷ সন্দেহের সুরে বলেন, বাংলার পুরো শিক্ষা ব্যবস্থাকে কোলাপ্স করার চেষ্টা চলছে না তো! এর পরেই বামেদের বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, “সিপিএম তো চিরকুটে চাকরি দিত। তার তো তদন্ত হয় না?” তাঁর দাবি, পরিকল্পনা করেই বাংলাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করেছে বামেরা।

কেন বাংলাকেই টার্গেট করা হচ্ছে? SSC job cancellation Mamata Banerjee reaction

বিজেপির নেতা তথা সাংসদ সুকান্ত মজুমদারের মন্তব্যের পালটা জবাবে মমতা বলেন, “বিজেপি বলছে অযোগ্যদের চাকরি গিয়েছে, কিন্তু মামলার প্রথম থেকেই বিষয়টি নিয়ে তো তারা কোনও আলোচনা করেনি। কেন বাংলাকেই টার্গেট করা হচ্ছে?”

মমতা সকলকে আশ্বস্ত করে বলেন, রাজ্য সরকার কর্মীদের পাশে থাকবে এবং ভবিষ্যতে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। “যারা দোষী নয়, তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকবে। আমরা দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করব।” তিনি আরও বলেন, “রাজ্যে এখনও এক লক্ষ পদ খালি রয়েছে, কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো?”

চাকরিহারাদের পাশে মমতা SSC job cancellation Mamata Banerjee reaction

এদিকে, ৭ এপ্রিল তিনি চাকরি হারানো শিক্ষকদের সঙ্গে এক সভায় যোগ দেওয়ার ঘোষণা করেছেন। তিনি শিক্ষকদের বলেন, “আশা হারাবেন না। আবেদন করুন, আমরা প্রক্রিয়া দ্রুত শেষ করব।” মমতা বলেন, ‘‘আমাদের আইনজীবীরা রিভিউ করবে। যাদের চাকরি বাতিল করা হয়েছে, তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। আমি সেখানে উপস্থিত হলে তাঁরা খুশি হবে।

একই সঙ্গে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও আক্রমণ শানান তিনি৷ বলেন, “বিজেপি চাইলে আমাকে জেলে ভরতে পারে, কিন্তু আমি শিক্ষকদের পাশে থাকব। আমরা আইনি পথে এর মোকাবিলা করব।”

এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক এবং আলোচনা তীব্র হয়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপি এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারকেই দায়ী করছে। তারা অভিযোগ করছে যে নিয়োগের প্রক্রিয়া যথাযথভাবে পরিচালিত হয়নি, যার ফলে রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে রাজ্যের শাসকদল দাবি করছে যে, এই রায় বিচার ব্যবস্থার বিষয় এবং তারা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে সদা প্রস্তুত।

এছাড়া, রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠছে, যা ভবিষ্যতে আরও জটিলতার সৃষ্টি করতে পারে। রাজনৈতিক মহলে এই ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার তাগিদ দিচ্ছে।

 

Bengal: Supreme Court cancels SSC recruitment, affecting 26,000 jobs. Mamata Banerjee criticizes verdict, expresses concern for jobless candidates. Political uproar ensues as opposition targets government. CM questions fairness of decision and vows response.