SSC মামলায় বিচারপতির তলব, হাই কোর্টে হাজির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের

SSC মামলায় বিচারপতির তলব, হাই কোর্টে হাজির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের

8f9c9aee0ed70753f88090f0108f32ec

কলকাতা:  এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার আদালতে হাজিরা দিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন৷ সেই নির্দেশ মেনেই হাজিরা দেন এসএসসি চেয়ারম্যান৷ 

আরও পড়ুন- মনের জোরেই জয়, দুর্গম ট্রেলস পাস পার করে নজির গড়লেন কলকাতার রুনা

শিক্ষক নিয়োগে ভুড়ি ভুড়ি অনিয়ম হয়েছে৷ একথা স্বীকার করে নিয়েছে কমিশনও৷ কিন্তু, এখনও পর্যন্ত পর্যাপ্ত নথি জমা দিতে পারেনি৷  এসএসসির এই ভূমিকায় ক্ষুব্ধ  কলকাতা হাই কোর্ট। কেন আগের নির্দেশ মানা হয়নি, তা ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যান মজুমদারকে আদালতে এসে জানাতে হবে বলে ই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা।

২০১৬ সালে এসএসসির নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন তন্ময় সিং (ভূগোল), সুমিত্রা জানা (সংস্কৃত), নিমাই দাস অধিকারী (বাংলা), শিউলি পড়িয়া (বাংলা) এবং সিদ্ধার্থশঙ্কর জানা (ইংরেজি)। মামলাকারীদের আইনজীবী সুভাষ জানা জানান, এই পাঁচ চাকরিপ্রার্থীর নাম ‘ওয়েটিং লিস্টে’ ছিল। কিন্তু, তাঁদের বঞ্চিত করে ওয়েটিং লিস্টের নীচে থাকা বেশ কিছু প্রার্থীকে চাকরি দেওয়া হয়৷ 

এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এসবের মধ্যে আচমকাই ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। তবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তিনিই এসএসসি-র শীর্ষ পদের দায়িত্ব পালন করছেন৷ 

এদিন তিনি জানান, এসএসসির অফিসের সার্ভার বসে গিয়েছে৷ হার্ডডিস্ক খারাপ রয়েছে৷ নতুন করে সফটওয়্যার ইন্সটল করতে হবে তাই এই মুহূর্তে এসএসসি-র পক্ষে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া সম্ভব নয়৷