Aajbikel

ভিডিও কলে 'বাদশা', ক্যানসার আক্রান্তের শেষ ইচ্ছা পূরণ শাহরুখের

 | 
shah

খড়দহ: দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত শিবানী চক্রবর্তী বলিউড বাদশা শাহরুখ খানের বড় ফ্যান। তাঁর শেষ ইচ্ছা ছিল প্রিয় তারকার সঙ্গে দেখা করার, তাঁকে খাওয়ানোর। এই নিয়ে তাঁর মেয়ে সমাজ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন যা ভাইরাল হয়ে পৌঁছে যায় 'মন্নত' পর্যন্ত। অবশেষে শিবানী দেবীর সেই স্বপ্ন পূর্ণ হল। না, সামনে এসে বাদশা ধরা দিতে পারলেন না ঠিকই, ভিডিও কলে কথা বলে তাঁর স্বপ্নপূরণ করলেন। তবে শাহরুখ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় এলে তাঁর সঙ্গে দেখা করবেন। 

খড়দহের দক্ষিণপল্লির বাসিন্দা শিবানীর বয়স এখন ষাট৷ ক্যানসারে আক্রান্ত হওয়ায় তিনি বুঝেছেন যে আর হয়তো কম দিন আছে তাঁর কাছে। তাই নিজের জীবনের শেষ ইচ্ছা হিসেবে পূরণ করতে চেয়েছিলেন শাহরুখের সঙ্গে দেখা করার বিষয়টি। সেই ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। 'মন্নত' থেকে খড়দহে ফোন করে শিবানী দেবীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন বাদশা বলে জানা গিয়েছে। পুরোটাই হয় ভিডিও কল। একই সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, শীঘ্রই কলকাতা আসবেন, দেখা করবেন শিবানীর সঙ্গে। 

তবে শুধু এটুকুই নয়। এক সংবাদমাধ্যমকে শিবানী দেবীর মেয়ে প্রিয়া জানিয়েছেন, তাঁর মায়ের ক্যানসারের চিকিৎসায় আর্থিক সহায়তার কথা জানিয়েছেন শাহরুখ খান। এমনকি মায়ের হাতের মাছ খেতে চাওয়া থেকে তাঁর নিজের বিয়েতে উপস্থিত থাকার 'আবদার'ও করেছেন বলিউড বাদশা। কিং খানের এই সরল ব্যক্তিত্বে তারা দুজনেই আপ্লুত বলে জানিয়েছেন।

Around The Web

Trending News

You May like