‘এখন কোনও ভোট হবে না…’, বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক শ্রীতমার, কিন্তু কেন?

কামারহাটি:  অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য টলিপাড়ায় পরিচিত মুথ। তাঁর রাজনৈতিক সত্ত্বাও আছে৷ গত পুরসভা নির্বাচনে জিতে কাউন্সিলর হয়েছিলেন অভিনেত্রী৷  ভোটের সকাল থেকেই পোড় খাওয়া রাজনীতিকের মতো…

কামারহাটি:  অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য টলিপাড়ায় পরিচিত মুথ। তাঁর রাজনৈতিক সত্ত্বাও আছে৷ গত পুরসভা নির্বাচনে জিতে কাউন্সিলর হয়েছিলেন অভিনেত্রী৷  ভোটের সকাল থেকেই পোড় খাওয়া রাজনীতিকের মতো বুথে বুথে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা এদিন সোজা বুথে ঢুকে পড়েন। প্রিসাইডিং অফিসারকে সোজা সাপটা বলেন, ‘এখন কাউকে ভোট দিতে দেবেন না। আগে অফিসাররা এসে আলো ঠিক করবে, তারপরই ভোট শুরু হবে। এখন আর কারও ভোট হবে না।’

 

শ্রীতমা জানান, ওই বুথের আলো ঠিক নেই৷ ইভিএমের ওপর ঠিকভাবে আলো না পড়ায় বয়স্ক মানুষরা প্রতীক বা প্রার্থীর নাম ঠিক মতো দেখতে পাচ্ছেন না। তাই আগে আলো ঠিক করার অনুরোধ জানান কাউন্সিলর৷ কিন্তু, বেলা বাড়ার পরও আলো ঠিক না হওয়ায় প্রিসাইডিং অফিসারকে গিয়ে বলেন ভোট প্রক্রিয়া থামিয়ে দিন। কামারহাটি বিধানসভার ২৯ নম্বর বুথের ঘটনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *