কলকাতা: রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত সৌজন্যবোধে কোনও খামতি নেই। করোনায় আক্রান্ত তৃণমূল নেতা তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করলেন কট্টর বাম সমর্থক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলাকালীন মদন মিত্রের আরোগ্য কামনা করে ফেসবুকে পোস্ট করলেন শ্রীলেখা। লিখলেন, ‘‘দ্রুত সেরে উঠুন। আরও খেলতে হবে তো।’’
কামারহাটির তৃণমূল প্রার্থী তথা দীর্ঘদিনের তৃণমূল নেতা মদন মিত্র পঞ্চম দফার ভোট চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন। সাময়িকভাবে অক্সিজেন দিয়ে পরিস্থিতি সামাল দিলেও বুধবার সকালে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়। তাকে তড়িঘড়ি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য তাকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষায় কোভিড নিউমোনিয়া ধরা পড়ে মদনের। যদিও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তবে তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করে বৃহস্পতিবার কট্টর বাম সমর্থক শ্রীলেখা মিত্র ফেসবুকে লিখলেন, ‘‘মদন দা, সেরে উঠুন। খেলতে হবে তো আরও অনেকদিন। রাজনৈতিক মতপার্থক্য তো থাকবেই, তবু চাইবো আপনি সেরে উঠুন।’’ রাজনৈতিক প্রতিদ্বন্দিতা ভুলে শ্রীলেখার এই পোস্ট মন জয় করেছে নেটিজেনদের। রাজনৈতিক নেতা হিসেবে তো বটেই, তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভালো রকমের জনপ্রিয়তা রয়েছে মদন মিত্রের। আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ এর আগে তাকে প্রকাশ্যে ‘বাংলার ক্রাশ’ বলে সম্বোধন করেন।