ডেঙ্গি আক্রান্ত এই খ্যাতনামা শিল্পী, রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছেই

ডেঙ্গি আক্রান্ত এই খ্যাতনামা শিল্পী, রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছেই

srijato

কলকাতা: ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে মরিয়া রাজ্য সরকার। প্রতিনিয়ত একাধিক আক্রান্তের খবর আসছে রাজ্যের নানা প্রান্ত থেকে। এবার জানা গেল, কবি তথা পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গত ক’দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। তাপমাত্রা নিয়ন্ত্রণে না আসায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট করানো হলে রিপোর্টে ডেঙ্গি পজিটিভ আসে। 

এই মুহূর্তে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শ্রীজাত। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন তিনি এবং তাঁর প্লেটলেট কাউন্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এখন তিনি কিছুটা স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে। কয়েক দিন আগে টেলিভিশন তারকা রুবেল দাস এবং অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ডেঙ্গি আক্রান্ত হন। রুবেল সুস্থ হলেও সায়ন্তনীর অবস্থা এখনও স্থিতিশীল নয়। তিনি এখনও হাসপাতালে ভর্তি। এখন শ্রীজাতর খবরে আরও উদ্বেগ বাড়ল রাজ্যের প্রশাসনের। 

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একাধিকবার বৈঠক করে পুরসভা এবং জেলায় জেলায় বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে। ফিভার ক্লিনিক চালু করা থেকে শুরু করে মশা নিয়ে সচেতনতা বৃদ্ধি সবই করা হচ্ছে। কিন্তু পরিস্থিতির যে তেমন কোনও পরিবর্তন এখনও আসেনি তা স্পষ্ট। তবে অনেকের ধারণা, শীত পড়তে শুরু করলে মশার বাড়বাড়ন্ত কমবে। কিন্তু ততদিনে যে আরও কতজন ডেঙ্গি আক্রান্ত হবেন, তা বোঝা দায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 3 =