নববধূকে ধর্ষণে দায়ে শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার

বারাসত: বাড়িতে একা পেয়ে সদ্য বিবাহিত এক আত্মীয়াকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। হাসনাবাদের বরুণহাট ট্যারামারি এলাকায় এমনই অভিযোগ উঠেছে। শনিবার ওই নববধূ হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, তার ভিত্তিতে এদিন সন্ধ্যায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রাজা সর্দার। ওই এলাকাতেই তার বাড়ি। এই ঘটনায় এলাকায়

নববধূকে ধর্ষণে দায়ে শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার

বারাসত: বাড়িতে একা পেয়ে সদ্য বিবাহিত এক আত্মীয়াকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। হাসনাবাদের বরুণহাট ট্যারামারি এলাকায় এমনই অভিযোগ উঠেছে।

শনিবার ওই নববধূ হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, তার ভিত্তিতে এদিন সন্ধ্যায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রাজা সর্দার। ওই এলাকাতেই তার বাড়ি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃত যুবক পুলিসের কাছে দাবি করেছে, তাকে ফাঁসানো হচ্ছে। পুলিস জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিস জানিয়েছে, ধর্ষিতা বধূ সম্পর্কে অভিযুক্তের বোন হন।

অভিযোগ, তিনি হাসনাবাদের ওই এলাকায় নিজের বাপের বাড়িতে এসেছিলেন। গত রবিবার সকালে তিনি বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, সেই সুযোগে জল চাওয়ার নামে রাজা তাঁর বাড়ির ভিতরে ঢোকে। যেহেতু সে সম্পর্কে দাদা তাই তাকে কোনওভাবে সন্দেহও করেননি। কিন্তু, আচমকা সে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর মুখ চাপা দিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই বধূ তাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টাও করেন। এমনকী, রাজাকে চড়ও মারেন। কিন্তু, তারপরেও সে তাঁকে ধর্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =