পথ কুকুরদের খাওয়াতে গিয়ে চরম লাঞ্ছিত শ্রীলেখা, পাশে দাঁড়ালেন দেবশ্রী

পথ কুকুরদের খাওয়াতে গিয়ে চরম লাঞ্ছিত শ্রীলেখা, পাশে দাঁড়ালেন দেবশ্রী

bc3f836609f88c97f0f40bf3819e5c9e

কলকাতা: করোনা আতঙ্কের মধ্যে অমানবিক মুহূর্তের সাক্ষী থাকল এ শহর। দেশজুড়ে লক ডাউন চলছে, ফলে চায়ের দোকান থেকে হোটেল রেস্তোরাঁ সব বন্ধ। ফলে সবচেয়ে অসুবিধায় পড়েছে পথ কুকুররা। আর এই কুকুরদের খাবার দিতে গিয়ে শুক্রবার হেনস্থার শিকার হন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ ঘটনার তীব্র প্রতিবাদ করেন পশুপ্রেমী, রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়।

শ্রীলেখার অভিযোগ, তাঁর আবাসনের স্থানীয় বাসিন্দারা কুকুরদের খাওয়াতে গেলে বাধা দেন, হেনস্থা করেন। তিনি বলেন, ‘ লক ডাউনের সময় পথ কুকুরদের খুব কষ্ট। হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকায় এরা খাবার পায় না। আমি রোজ ৩০ টা কুকুরকে খাওয়াই। আমার কাছে যতটা খাবার আছে আমি ওদের জন্য জমিয়ে রাখার চেষ্টা করছি। এজন্য আমি নিজে ম্যাগি খেয়ে কাটাচ্ছি। কিন্তু আজ যা অভিজ্ঞতা হলো, বলতে বাধ্য হচ্ছি বড়লোকদের বস্তিতে বাস করছি।’

অভিনেত্রী, বিধায়ক দেবশ্রী রায়চৌধুরী বলেন, ‘অত্যন্ত অমানবিক ব্যাপার। শ্রীলেখার মতো পরিচিত মুখের যদি এই অবস্থা হয় তো সাধারণ মানুষের কী হবে। অবশ্য পথ কুকুরদের খাওয়াতে গিয়ে আমার এলাকাতেও চারু মার্কেটের কয়েকজন হেনস্থা হন। আমি স্থানীয় থানার ওসিকে ব্যবস্থা নিতে বলি। ওসি তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেন। আমি এবং আমার প্রতিবেশীরা প্রতিদিন ৮৫ টা পথ কুকুরকে খাওয়াই।’’

তিনি বলেন, ‘ আর একটা সমস্যা হচ্ছে। লকভাউনের জন্য ‘ডগফুডের’ দোকানগুলো বন্ধ। ফলে পোষা কুকুরদের খাবার জোগানো মুশকিল হয়ে পড়ছে। আমি অনুরোধ করছি সপ্তাহে অন্তত দু’দিন এই দোকান গুলো খোলা রাখার জন্য।’ এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজেনরা অভিনেত্রী শ্রীলেখাকে চূড়ান্ত কটাক্ষ করেন৷ তাতে অপমানিত হন অভিনেত্রী৷ পরে দেবশ্রী জানান, এদিনের ঘটনা বিচ্ছিন্ন। এ শহর মানবিক ছিল, ভবিষ্যতেও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *