প্রথম রাউন্ডে শ্রীজীব পেলেন মাত্র ৮৫ ভোট, শুরু তৃণমূলের আবীর খেলা

প্রথম রাউন্ডে শ্রীজীব পেলেন মাত্র ৮৫ ভোট, শুরু তৃণমূলের আবীর খেলা

কলকাতা:  প্রথম রাউন্ডের গণনায় সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেলেন মাত্র ৮৫ ভোট৷ অন্যদিকে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ২,৭৯৯ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের ব্যবধান বাড়তেই শুরু হয়ে গিয়েছে তৃণমূলের আবীর খেলা৷ 

আরও পড়ুন- দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ, ২ হাজার ৭৯৯ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘৫০ হাজারের বেশি ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ খুব আরামেই উনি জিতবেন৷ আমি রিল্যাক্সড৷  আমি যে ভাবে খেটেছি৷ ভবানীপুরের মানুষ যে ভাবে সাড়া দিয়েছে, তাতে বড় মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন৷ আমি ১০০ শতাংশ নিশ্চিত৷’ তবে সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি তাঁর৷ ফিরহাদ বলেন, ‘গণনার দিক মমতা দি কারও সঙ্গেও খুব একটা বেশি কথা বলেন না৷’ এদিকে কাউন্টিং সুপার ভাইরাজ হয়েছেন ববি কন্যা৷ তিনি রয়েছেন গণনা কেন্দ্রের ভিতরেই৷ আজ সকালে তাঁকে পৌঁছতেও গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =