কলকাতা: নামখানা থানার শিবনগরের বাসিন্দা অক্ষয়কুমার মণ্ডল। ছেলের রেলে চাকরি হবে বলে দশ লক্ষ টাকা দিয়েছিলেন ২০১৫ সালে। তার ছেলের মেডিকেল টেস্টও করা হয় কলকাতায়। পরে ছেলে চাকরি পেয়েছে বলে নামখানা ও কাকদ্বীপের স্টেশন মাস্টারকে সেই চিঠি দেখালে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানতে পারেন তাঁরা। তারপরই ধরা পড়ে সুন্দরবনের দুই প্রতারক। তরুণ প্রধান ও তার ছেলে অনিরুদ্ধ প্রধান ।
এদের বাড়ি নামখানা ব্লকের নামখানা বিডিও অফিস এলাকায়। বাপছেলে ২০১৫ সালে নামখানা, কাকদ্বীপ, মন্দিরবাজার ,পাথরপ্রতিমা, ডায়মন্ডহারবারের বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকরি দেবে বলে টাকা তোলে । লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রেল, ব্যাঙ্ক, পোস্ট অফিস ও অন্যন্য দপ্তরের অ্যাপয়েন্টমেন্ট লেটারও হাতে দেয় তারা। সাত থেকে আট জনের কাছ থেকে কারওর কাছ থেকে দশ লক্ষ, কারও কাছ থেকে সতেরো লক্ষ টাকা নিয়েছে দুই প্রতারক। অন্যদিকে মন্দিরবাজারের বাসিন্দা পার্থসারথি বৈদ্যর কাছ থেকে তারা সতেরো লক্ষ টাকা নেয়। কাকদ্বীপ আদালত দুজনকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।