তৃণমূলে শ্রাবন্তী? মদন-রাজের ইঙ্গিত তেমনই! নুসরত বললেন, পাশে আছি

তৃণমূলে শ্রাবন্তী? মদন-রাজের ইঙ্গিত তেমনই! নুসরত বললেন, পাশে আছি

কলকাতা: বিজেপিতে যোগদানের কয়েক মাসের মধ্যেই মোহভঙ্গ হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। আজ সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি ছেড়ে দিয়েছেন তিনি। এরপরে স্বাভাবিকভাবেই আবারও অস্বস্তিতে পড়েছে গেরুয়া বাহিনী কিন্তু ঘাসফুল শিবির আবার শ্রাবন্তীকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে যেন। ইতিমধ্যেই তেমনই ইঙ্গিত মিলেছে বিধায়ক মদন মিত্র এবং রাজ চক্রবর্তীর কথায়। অন্যদিকে সাংসদ নুসরত জাহানের বক্তব্য, শ্রাবন্তী যে দলেই থাকুন না কেন তিনি তার পাশে আছেন।

আজ শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়ার পর বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজা সকলের জন্য খোলা! যদিও রাজ জানিয়েছেন যে দলে আসা নিয়ে শ্রাবন্তীর সঙ্গে কোন কথা হয়নি তাঁর। তবে রাজের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন না কে কোন দলের কাজ করছে। তাঁর কাছে আগে ভালোবাসা। অন্যদিকে আবার বিধায়ক মদন মিত্র টুইট করে এবং শ্রাবন্তীকে ট্যাগ করে লিখেছেন, ‘ওহ লাভলি’। কার্যত তিনিও বুঝিয়ে দিয়েছেন যে শ্রাবন্তী তৃণমূলে আসতেই পারে। এই প্রেক্ষিতে বন্ধুত্বের যেন একটি ছোট্ট উদাহরণ রেখেছেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। তিনি স্পষ্ট জানাচ্ছেন, তৃণমূল হোক বা বিজেপি, কিংবা তার নিজের বাড়ির পার্টি, শ্রাবন্তী যেখানেই থাকুন তিনি তাকে সমর্থন করবেন।

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে ১ মার্চ কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ তাঁকে বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করে দল৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন তিনি৷ আজ বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে টুইট করেন অভিনেত্রী৷ তিনি লেখেন, ‘বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম৷ রাজ্যের উন্নয়নে স্বার্থে কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না বিজেপিতে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seventeen =