‘রাজ্যের গড়িমসি’! বাংলায় হল না স্পুটনিক ভি’র ট্রায়াল, তোপ দিলীপের

‘রাজ্যের গড়িমসি’! বাংলায় হল না স্পুটনিক ভি’র ট্রায়াল, তোপ দিলীপের

কলকাতা: রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি ফাইভের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজকে৷ কিন্তু স্বাস্থ্য দফতরের উদাসীনতায় অনিশ্চয়তার মধ্যে এই টিকার ট্রায়াল৷ কেন্দ্রীয় সরকার সাগর দত্ত মেডিক্যাল কলেজে করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-র ক্লনিক্যাল ট্রায়াল করতে চাইলেও, রাজ্য সরকার তা করতে দেয়নি বলে অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ 

আরও পড়ুন- ‘দুয়ারে দুয়ারে সরকার’, জনতার ক্ষোভ মেটাতে নতুন ঘোষণা মমতার!

প্রসঙ্গত সমগ্র দেশে স্পুটনিক ভি ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ছ’টি হাসপাতাল বেছে নেওয়া হয়েছিল৷ যার মধ্যে একটি ছিল কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ৷ চলতি সপ্তাহেই দেশের বাকি পাঁচটি কেন্দ্রে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি টিকা পৌঁছে যাবে৷ শীঘ্রই শুরু হবে ট্রায়াল৷ কিন্তু এবারেও বঞ্চিত হতে হবে বাংলাকে। ভারতে স্পুটনিক ভি টিকা তৈরি করছে ডাক্তার রেড্ডিস ল্যাব৷ চলতি মাসের গোড়ায় বঙ্গে এসে সাগর দত্তের পরিকাঠামো খতিয়ে দেখেছিলেন তাঁরা৷ মেলেছিল সম্মতি৷ কিন্তু স্বাস্থ্য দফতরের অনুমতি না মেলায় এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল এখন বিশ বাঁও জলে৷ 

এদিকে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমাদের রাজ্য করোনায় সবচেয়ে বেশ ক্ষতিগ্রস্ত৷ জনসংখ্যা অনুযায়ী এখানে টেস্ট কম করা হয়৷ আসলে সঠিক তথ্য চাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার৷ স্পুটনিক ভি সারা দেশে প্রয়োগ হচ্ছে৷ কেন্দ্র চেয়েছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজে স্পুটনিক ভি-এর পরীক্ষা হোক৷ সাগর দত্ত নির্বাচিত হলেও কোনও রাজ্য সরকার অনুমতি দেয়নি৷’’ তিনি আরও বলেন, বাংলার মানুষকে ঠকানো হচ্ছে৷ আয়ুষ্মান যোজনা, কিষাণ সম্মান নিধি থেকে বাংলার মানুষকে যেমন বঞ্চিত করা হয়েছে, তেমনই স্পুটনিক ভি’র ক্লিনিক্যাল ট্রায়াল থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার টাকা খরচ করে উদ্যোগ নিচ্ছে৷ কিন্তু রাজ্য সরকার তা ভেস্তে দিচ্ছে৷ বাংলার মানুষের কি বাঁচার অধিকার নেই?’’ প্রশ্ন তোলেন তিনি৷ 

আরও পড়ুন- ‘৫ তারা হোটেলের খাবার খেয়ে নাটক’! অমিত শাহের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

এদিকে করোনা মোকাবিলায় আশার আলো দিচ্ছে৷ আমেরিকায় ১১ বা ১২ ডিসেম্বর থেকে পাওয়া যাবে করোনা টিকা৷ মার্কিন সংস্থা ফাইজারকে ছাড়পত্র দিল এফডিএ৷ তবে ভারতে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব নয়৷ মাইনাস ৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয় এই ভ্যাকসিন৷ ভারতে ফাইজারের ভ্যাক্সিন ব্যবহারের কোনও পরিকল্পনা নেই বলেই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 8 =