‘শিক্ষকেরাই বানান ভুল লিখছেন, ছাত্রীর দোষ কোথায়?’ ভাইরাল পুরুলিয়া স্কুলের আবেদনপত্রের ছবি

‘শিক্ষকেরাই বানান ভুল লিখছেন, ছাত্রীর দোষ কোথায়?’ ভাইরাল পুরুলিয়া স্কুলের আবেদনপত্রের ছবি

cc924c183bd20bcd9beb83c77e78c112

কলকাতা: উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রীর ‘আমরেলা’ বানানে ইতিমধ্যেই তোলপাড় নেটপাড়া৷ এরই মধ্যে ভাইরাল স্কুল শিক্ষকদের লেখা ভুল বানান৷ পুরুলিয়ার একটি হাইস্কুলে শিক্ষকদের লেখা আবেদনপত্রের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ যেখানে ইংরেজিতে ‘স্কুল’ বানানটাই ভুল লেখা হয়েছে৷ তবে এই আবেদনপত্রটি সত্য কিনা, তা যাচাই করে দেখেনি আজবিকেল.কম৷ স্কুল কর্তৃপক্ষের দাবি, এটা কিছু পড়ুয়ার দুষ্টুমি৷ তবে নেটিজেনদের একাংশের দাবি, ‘শিক্ষকেরাই যদি ভুল বানান লেখেন, তাহলে ছাত্রীর দোষ কোথায়?’

আরও পড়ুন- ফের পুলিশি হেফাজতে গেলেন রোদ্দুর, নয়া নির্দেশ আদালতের

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরেই ইংরেজিতে পাশ করানোর দাবি জানিয়ে আন্দোলনে বসেছিলেন অকৃতকার্য পড়ুয়ারা৷ এরই মধ্যে এক ছাত্রী ‘আমব্রেলা’ বানান বলতে গিয়ে ‘আমরেলা’ বলে বসেন৷ যা নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং৷ ওই ছাত্রীর বাবা জানান, চারিদিক থেকে কটূক্তি ধেয়ে আসছে৷ পরিস্থিতিত এতটাই অসহনীয় হয়ে উঠছে যে তিনবার তাঁর মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে৷ এরই মধ্যে পুরুলিয়া স্কুলের শিক্ষকদের ‘স্কুল’ বানান ভুল ধরিয়ে সরব নেটপাড়া৷ 

যদিও ওই বিদ্যালয়ের নামপ্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘‘এটা ছাপার ভুল। বিষয়টি আমাদের নজরে আসতেই আমরা সঙ্গে সঙ্গে বানান পাল্টে ঠিক করে দিয়েছি। সেই সঙ্গে নতুন আবেদনপত্রও দেওয়া হয়েছে। তবু কিছু কিছু ছেলেপুলে দুষ্টুমি করে ওই পুরনো বানানের ছবি তুলে ভাইরাল করেছে।’’ যদিও এই যুক্তিতে থামানো যায়নি বিরোধীদের৷ বিজেপি’র পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাখা বলেন, ‘‘পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গিয়েছে৷ আগে বাংলা বোর্ডের ছেলেমেয়েদের প্রাপ্ত নম্বরকে ভালো চোখে দেখা হত৷ এখন আর তা হয় না৷’’