‘পদ্ম’ ভুলে ‘হাত’ ধরছেন সৌমিত্র? লোকসভার আগে ব্যাপক জল্পনা

‘পদ্ম’ ভুলে ‘হাত’ ধরছেন সৌমিত্র? লোকসভার আগে ব্যাপক জল্পনা

speculation

কলকাতা: রাজনীতিতে দল বদল এমন কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। প্রায় সব সময়ই হয়ে থাকে। এবার দল বদলের আলোচনায় ঢুকে পড়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। আচমকা গুঞ্জন শুরু হয়েছে যে, তিনি আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজের পুরনো দলে ফিরে যাবেন। না, তৃণমূল কংগ্রেস নয়। তারও পুরনো দল, কংগ্রেসে। কিন্তু কেন হঠাৎ এমন খবর রটে গেল? 

বিষয় হল, কিছুদিন আগে প্রদেশ কংগ্রেসের ব্যানারে হওয়া এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ। ব্যস, তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, তিনি কংগ্রেস শিবিরে ফিরছেন। এর পিছনে সবথেকে বড় কারণ হল, টিকিট না পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, আগামী বছরের নির্বাচনে টিকিট নাও পেতে পারেন সৌমিত্র, আর সেটা হয়তো তিনি এখন থেকেই বুঝে গিয়েছেন। তাই কংগ্রেসে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন। এই ব্যাপার নিয়ে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফেও। তাদের দাবি, বিজেপির থেকে টিকিটা পাওয়া যাবে না জেনে সৌমিত্র খাঁ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। 

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের তরফে এও দাবি করা হয়েছে যে, সৌমিত্র খাঁ নাকি তাদের সঙ্গেও যোগাযোগ করেছিলেন, কিন্তু তৃণমূল সকলকে দলে নেয় না, তাই বিজেপি ছেড়ে এখন কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রেখেছেন তিনি। প্রসঙ্গত, ২০১১ সালে কংগ্রেসের টিকিটে কোতুলপুর থেকে বিধায়ক হয়েছিলেন সৌমিত্র খাঁ। তারপর দু’বার দল বদলে এখন বিজেপিতে তিনি।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − four =