আজ মহা শিবরাত্রি! হাওড়া-তারকেশ্বর শাখায় বিশেষ ট্রেন রেলের

আজ মহা শিবরাত্রি! হাওড়া-তারকেশ্বর শাখায় বিশেষ ট্রেন রেলের

0adc040f5998917eb5caa818530bddfb

কলকাতা: আজ মহা শিবরাত্রি৷ ঘরে ঘরে পালিত হবে বাবার উৎসবে৷ শিব মন্দিরগুলি ভরে উঠবে ভক্ত সমাগমে৷ প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নামে তারকেশ্বর মন্দিরে৷ বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন বাবার মাথায় জল ঢালতে৷ ভক্তদের অসুবিধা দূর করতে তাই স্পেশাল ট্রেন চালু করল পূর্ব রেল৷ 

আরও পড়ুন-  রাস্তায় পড়ে খেয়েছিলেন পুলিশের মার! নন্দীগ্রামে এবার তারুণ্যের স্পর্ধার নাম মীনাক্ষী মুখার্জী

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার শিবরাত্রি উপলক্ষে হাওড়া থেকে তারকেশ্বর স্টেশন পর্যন্ত এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে৷ আজ দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে হাওড়া থেকে রওনা দেবে এই বিশেষ ট্রেন৷ শেওড়াফুলি স্টেশনে পৌঁছবে বেলা ৩টে ২২ নাগাদ৷ ২ মিনিট শেওড়াফুলি জংশনে থামবে ট্রেন৷ তারপর ৩টে ২৪ শে তারকেশ্বরের উদ্দেশে যাত্রা শুরু করবে৷ পৌঁছবে ৪টে ১৫ মিনিট নাগাদ৷ একইভাবে তারকেশ্বর থেকে এই বিশেষ ট্রেন রওনা দেবে ৪টে বেজে ৪০ মিনিটে৷ শেওড়াফুলি পৌঁছবে ৫টা বেজে ২৮ নাগাদ। সেখান থেকে ট্রেন ছেড়ে যাবে বিকেল সাড়ে ৫টায়। এই স্পেশাল ট্রেন হাওড়ায় পৌঁছবে সন্ধে ৬টা ১০ মিনিট নাগাদ৷ 

আরও পড়ুন- মমতার উপর ‘আক্রমণে’ গর্জে উঠলেন নুসরাত! ‘ক্যুইন’-এর দ্রুত আরোগ্য কামনা মিমির

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন বন্ধ রাখা হয়েছিল মন্দিরের দরজা৷ গত বছরই মন্দির খুলে দেওয়া হয়েছিল৷ তবে গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না৷ এক মাস আগে ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ৷ তবে এই বার বেশ কিছু নিয়ম লাগু করা হবে৷ মন্দির কর্তৃপক্ষের নির্দেশ, গর্ভগৃহে জল ও ফুল-বেলপাতা ছাড়া আর কিছু নেওয়া যাবে না৷ ধূপকাঠি ও মোমবাতি ভিতরে জ্বালানো যাবে না৷ মন্দিরে ঢোকার সময় মাস্ক পরা বাধ্যতামূলক৷ এক সঙ্গে ২০ জনের বেশি গর্ভগৃহে প্রবেশ করা যাবে না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *