বর্ষবরণের রাতে বিশেষ নজরদারি পুলিশের, কী কী ব্যবস্থা থাকছে জানেন?

কলকাতা: আজ, সোমবার বছরের শেষ দিন এবং রাত ১২টা বাজলেই নতুন বছরকে বরণ করে নেবে মানুষ। এবার বর্ষবরণের রাতে ইভটিজিং এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর উপর বিশেষ নজরদারি চালাবে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেপরোয়া এবং হেলমেটবিহীন অবস্থায় থাকা বাইকচালকরা মূলত আতস কাচের তলায় থাকবে। ক্লোজ সার্কিট ক্যামেরায় অন্যান্য ঘটনার উপর নজর রাখার পাশাপাশি

বর্ষবরণের রাতে বিশেষ নজরদারি পুলিশের, কী কী ব্যবস্থা থাকছে জানেন?

কলকাতা: আজ, সোমবার বছরের শেষ দিন এবং রাত ১২টা বাজলেই নতুন বছরকে বরণ করে নেবে মানুষ। এবার বর্ষবরণের রাতে ইভটিজিং এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর উপর বিশেষ নজরদারি চালাবে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেপরোয়া এবং হেলমেটবিহীন অবস্থায় থাকা বাইকচালকরা মূলত আতস কাচের তলায় থাকবে। ক্লোজ সার্কিট ক্যামেরায় অন্যান্য ঘটনার উপর নজর রাখার পাশাপাশি এই বাইক চালকদের উপর বিশেষ নজর থাকবে পুলিশকর্তাদের।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, বেপরোয়া মোটরবাইকের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ধরা পড়লে কোনওরকম দয়াদাক্ষিণ্য নয়, কড়া ধারায় কেস দেওয়া হবে। একই সঙ্গে পার্ক স্ট্রিট, নিউমার্কেট-সহ শহরের বিভিন্ন প্রান্তে ইভটিজারদের দৌরাত্ম্য ঠেকাতে রাস্তায় নামবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিস বাহিনী ‘উইনার্স’। পুলিশ সূত্রের খবর, বর্ষশেষের রাত থেকেই পার্ক স্ট্রিট এবং নিউ মার্কেট চত্বরে বাড়তি বাহিনী মোতায়েন থাকবে। ভিড় সামাল দিতে নিউ মার্কেট, পার্ক স্ট্রিট-সহ নানা এলাকা বিভিন্ন জ়োনে ভাগ করা হয়েছে। বড়দিনের মতোই কলকাতা পুলিশের বিভিন্ন ডেপুটি কমিশনারেরা সংশ্লিষ্ট জোনগুলির দায়িত্বে থাকবেন। তাঁদের উপর নজরদারির বিশেষ ক্ষমতা দেওয়া থাকছে। তবে পুলিশকর্তারা পার্ক স্ট্রিটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চলবে। থাকছে কুইক রেসপন্স টিম। অতিরিক্ত এক হাজারের বেশি পুলিশকর্মী বর্ষবরণের রাতে শহরে মোতায়েন থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =