মুখ্যমন্ত্রীর পায়ে চোট, কার্নিভালে হবে বিশেষ মঞ্চ; ১০০টিরও বেশি পুজো সামিল

মুখ্যমন্ত্রীর পায়ে চোট, কার্নিভালে হবে বিশেষ মঞ্চ; ১০০টিরও বেশি পুজো সামিল

45ab9fde1ab20a16fa24520344c679b2

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব শেষ। তবে দুর্গাপুজো খাতায় কলমে শেষ হলেও এখনও একটা বড় বিষয় বাকি। তা হল কার্নিভাল। বিগত কিছু বছর ধরে কলকাতায় পুজো কার্নিভাল হচ্ছে। এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা ভাসানের শেষ দিন নামকরা বেশ কয়েক দুর্গাপুজো কমিটির প্রতিমা কার্নিভালের মাধ্যমে নিরঞ্জনের জন্য যায়। কার্নিভালের জন্য প্রচুর মানুষ উৎসাহ দেখান, রেড রোডে ভিড়ও হয়। এবছরও তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 

শুধুমাত্র পরপর পুজোর কমিটির প্রতিমা যাওয়াই নয়, অন্যান্য একাধিক অনুষ্ঠানও হয় এই দিনে। আবার বহু মানুষের বসার ব্যবস্থা করা হয়ে থাকে। খোদ উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শাসক দল তথা সরকারের একাধিক তাবড় নেতা, মন্ত্রীরা। বিনোদন জগতেরও একাধিক তারকাকে দেখা যায় কার্নিভালের মঞ্চে। সূত্রের খবর, এবার রেড রোডে অতিথিদের জন্য যে মঞ্চ তৈরি হচ্ছে, তার উচ্চতা অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। পাশাপাশি একটি দীর্ঘ স্লোপ বা ব়্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কারণেই এই ব্যবস্থা। 

বিদেশ সফর শেষে আবার পায়ের চোটে কাবু হন মুখ্যমন্ত্রী। বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পর মহালয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরনোর কথা ছিল। কিন্তু তিনি বেরতে পারেননি কারণ চিকিৎসকদের অনুমতি ছিল না। তবে এবার পুজো কার্নিভ্যালে তিনি হাজির থাকবেন বলেই খবর। প্রসঙ্গত, এবারের পুজো কার্নিভ্যালে অংশ নিতে চলেছে ১০০টিরও বেশি পুজো। আর রেড রোডে কার্নিভ্যালের সাক্ষী থাকার জন্য মোট ১৮ হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *