Aajbikel

মহালয়ার পরই একদিনের বিশেষ অধিবেশন রাজ্যে! আচমকা কী হল

 | 
বিধানসভা

কলকাতা: কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার বিশেষ অধিবেশনের ডাক দিয়েছিল। তা নিয়ে শোরগোল শুরু হয়েছিল যে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এবার রাজ্য বিধানসভা একদিনের জন্য বিশেষ অধিবেশন ডাকল বিধানসভায়, তাও আবার দুর্গাপুজোর আগে। এই বিশেষ অধিবেশন নিয়ে এখন একঝাঁক প্রশ্ন। কী নিয়ে আলোচনা হবে এই অধিবেশনে, তা জানতে কৌতূহলী বাংলার মানুষ। 

শনিবার মহালয়া। অর্থাৎ বঙ্গের বাতাসে পুজোর গন্ধ লেগেই গিয়েছে। সপ্তাহখানেক বাকি পুজো শুরু হতে। তার আগেই আগামী সোমবার এই বিশেষ অধিবেশন ডেকেছে সরকার। কিন্তু কী নিয়ে আলোচনা হবে সেটা স্পষ্ট না হলেও সূত্রের খবর, রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের যে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা বিল আকারে পেশ করা হতে পারে। আসলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য সরকার চাইছে দুর্গাপুজোর আগেই মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি করতে তাই একপ্রকার বেনজিরভাবেই দুর্গাপুজোর দ্বিতীয়ার দিন ডাকা হয়েছে বিধানসভার এই অধিবেশন। 

তবে এই ইস্যুতে অন্য একটি সমস্যাও আছে। বিষয় হল, বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ হয়ে গেলেও সেটা দুর্গাপুজোর আগে আইনে পরিণত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে। কারণ বিল আইনে পরিণত করতে হলে রাজ্যপালের সই দরকার। আর বর্তমানে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক যে জায়গায় আছে তাতে খুব দ্রুত এই ব্যাপারটি মিটে যাওয়া সহজ নয়। যদিও ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস চিঠি দিয়ে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে এই বিল নিয়ে কিছু আলোচনা হয় কিনা, সেটা দেখার।  

Around The Web

Trending News

You May like