কলকাতা: নিট পরীক্ষার দিন শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য কলকাতায় চলবে বিশেষ মেট্রো। করোনা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের জন্য ৬টি রাজ্যের আবেদন শুক্রবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সেই মতো নির্ধারিত দিনেই অর্থাৎ ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষায় বসতে চলেছেন পরীক্ষার্থীরা। এদিকে পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে কলকাতায় ফের শুরু হতে পারে নিত্য যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা। তবে তার আগে নিট পরীক্ষার কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবার আবেদন জানিয়েছিল রাজ্য। শুক্রবার মেট্রো পরিষেবা নিয়ে রাজ্যের সঙ্গে মেট্রো আধিকারিকদের বৈঠকে এই আবেদনে সবুজ সংকেত মিলেছে।
শুক্রবারের বৈঠকে স্থির হয়, পরীক্ষার দিন সকাল ১১ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত চলবে মেট্রো। ওই দিন মোট ৬৬ টি ট্রেন চালানো হবে। স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোতে যাত্রা করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে স্মার্ট কার্ড না থাকলে কাগজের টিকিটেই যাত্রা করা যাবে।
প্রসঙ্গত, শুক্রবারের মেট্রো বৈঠকে যাত্রী পরিষেবার ক্ষেত্রে করোনা সতর্কতা বিধি মেনে একগুচ্ছ নিয়ম নির্দিষ্ট করা হয়েছে। যেখান যাত্রীদের জন্য প্রতি একঘণ্টার জন্য টাইম স্লট নির্দিষ্ট। এই একঘণ্টার জন্য থাকবে একটি ই-পাস। ই-পাস তৈরি করা যাবে মেট্রোর ওয়েবসাইট থেকে। রাজ্য পরিবহণ দফতরের পথদিশা অ্যাপ থেকেও পাওয়া যাবে। তবে মেট্রো চড়তে গেলে শুধু স্মার্ট কার্ড থাকলেই হবে না, লাগবে কিউ আর কোড। কিউ আর কোড পেতে আবেদন করতে হবে ৪-৬ ঘণ্টা আগে। ই-পাসের জন্য সম্ভবত নতুন অ্যাপ থাকবে রাজ্য-মেট্রোর সহায়তায়।