রবিবারও বাড়তি মেট্রো, কালীপুজোয় সুবিধা শহরবাসীর

রবিবারও বাড়তি মেট্রো, কালীপুজোয় সুবিধা শহরবাসীর

special metro

কলকাতা: দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও বাড়ছে মেট্রোর সংখ্যা। রবিবার দুটি স্পেশাল মেট্রো চলবে বলে ইতিমধ্যেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কালীপুজোর দিন শহরের রাস্তায় ভিড় তো হবেই, পাশাপাশি দক্ষিণেশ্বর এবং কালীঘাটেও বাড়বে ভক্তদের ঢল। এই কথা মাথায় রেখেই মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, রবিবার অর্থাৎ কালীপুজোর দিন ডাউন এবং আপ লাইনে মোট ১৩২টি মেট্রো চলবে। মূলত প্রথম মেট্রো সকাল ৯টায় এবং শেষ মেট্রো রাত ১০টায় ছাড়বে। দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাভাবিক নিয়মে জোকা-তারাতলা এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকছে ওইদিন। 

রবিবার ছাড়া আজও রাতের দিকে মেট্রো বাড়ানো হয়েছে। ইডেনে বিশ্বকাপের ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ থাকায় এসপ্ল্যানেড মেট্রো থেকে ছাড়বে দুটি বিশেষ মেট্রো। রাত ১০টা ৪৫ মিনিটে এই শেষ মেট্রো ছাড়ার কথা কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের জন্য।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =