রেখার বিরুদ্ধে মন্তব্যের জের, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে FIR দায়ের

নয়া দিল্লি: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের জের৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে মামলা দায়ের৷ মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য দিল্লি…

নয়া দিল্লি: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের জের৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে মামলা দায়ের৷ মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন রেখা। তার ভিত্তিতেই এই মামলা৷ দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফএসও-এর সাইবার ইউনিট মহুয়ার বিরুদ্ধে এফআইআর করেছে।

 

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন কেন নিজের ছাতা নিজে ধরেননি, তা নিয়ে আলোচনায় মুখর হয়েছিল নেট-পাড়া। সেখানেই মহুয়া মন্তব্য করেছিলেন, ‘ছাতা ধরবেন কী করে, উনি তো ওঁর প্রভুর পাজামা ধরেছিলেন’! এই মন্তব্যকে অশালীন এবং তাঁর পদের মর্যাদাহানিকর বলে দাবি ররেন রেখা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *