লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তুলতে বিশেষ ব্যবস্থা হাওড়ায়

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তুলতে বিশেষ ব্যবস্থা হাওড়ায়

 

হাওড়া: বুধবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে লক্ষ্মীবারে সচেতন প্রশাসন৷ দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তোলা নিয়ে শুধু হাওড়া নয়, রাজ্যের জেলায় জেলায় চরম বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে৷ তারই জেরে এবার একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করল হাওড়া পুরসভা৷

আজ সকাল থেকে হাওড়ার শরৎ সদনে জিকজ্যাক সিস্টেমে বাঁশের ব্যারিকেড করে মহিলাদের সুষ্ঠুভাবে এবং শৃংখলাবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলে উদ্যোগ নিয়ে আজ সকাল থেকে সুষ্ঠুভাবে ফর্ম তোলার ব্যবস্থা করেছেন। রাখা হয়েছে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও৷ যেরকমভাবে বড় মন্দিরে মানুষ জিকজ্যাক সিস্টেমের ব্যারিকেডে লাইন দিয়ে সুশৃংখলভাবে মন্দিরে প্রবেশ করেন ঠিক সেইভাবেই এখানেও এই সিস্টেমে মহিলারা লক্ষীর ভান্ডারের ফর্ম তুলতে পারছেন। আজকে শরৎ সদন কেন্দ্র থেকে ৫,০০০ লক্ষীর ভান্ডারের ফর্ম মহিলাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথীর পাশাপাশি এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘিরেও সাধারণ মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে ভোর থেকেই মহিলাদের দীর্ঘ লাইন। লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম তুলতে সকলেই দীর্ঘ অপেক্ষা করছেন। এই নিয়ে বিভিন্ন ক্যাম্পে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ। যাতে সকলে সুষ্ঠুভাবে লক্ষীর ভান্ডারের ফর্ম পান সেই জন্য হাওড়া পুরসভার উদ্যোগে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 15 =