যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা রেলের

কলকাতা: যাত্রী সুরক্ষায় ৯ জোড়া বিশেষ ট্রেনের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের৷ ট্রেনগুলি চালানো হবে সাঁতরাগাছি-পুদুচেরি-সাঁতরাগাছি রুটে৷ আগামী ৩ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চলাচল করবে৷ সাঁতরাগাছি থেকে ট্রেনগুলি ছাড়বে প্রতি সোমবার৷ ফিরতি ট্রেনগুলি পুদুচেরি থেকে ছাড়বে প্রতি শনিবার৷ যাত্রাপথে ট্রেনগুলি খড়গপুর, বালেশ্বর, ভদ্রক সহ অন্যান্য স্টেশনে দাঁড়াবে বলে জানা গিয়েছে৷ অন্যদিকে ট্রেন চলাচল বেশ কিছু নিয়ন্ত্রণের

যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা রেলের

কলকাতা: যাত্রী সুরক্ষায় ৯ জোড়া বিশেষ ট্রেনের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের৷ ট্রেনগুলি চালানো হবে সাঁতরাগাছি-পুদুচেরি-সাঁতরাগাছি রুটে৷ আগামী ৩ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চলাচল করবে৷ সাঁতরাগাছি থেকে ট্রেনগুলি ছাড়বে প্রতি সোমবার৷ ফিরতি ট্রেনগুলি পুদুচেরি থেকে ছাড়বে প্রতি শনিবার৷  যাত্রাপথে ট্রেনগুলি খড়গপুর, বালেশ্বর, ভদ্রক সহ অন্যান্য স্টেশনে দাঁড়াবে বলে জানা গিয়েছে৷

অন্যদিকে ট্রেন চলাচল বেশ কিছু নিয়ন্ত্রণের ঘোষণা করেছে পূর্ব রেল৷ হাওড়া বিভাগের দেবীপুর ও রসুলপুর স্টেশনের মধ্যে আজ, শুক্রবার রক্ষণাবেক্ষণের কাজ করা হবে৷ সেই কাজের জন্য ৪ জোড়া হাওড়া-মেমারি লোকালকে বৈঁচি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হবে৷ ফিরতি ট্রেনগুলি ওই স্টেশন থেকেই ছাড়বে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − two =