সাসপেন্ডের সিদ্ধান্ত প্রত্যাহার স্পিকারের, শুভেন্দুর ‘হয়ে’ কী এমন বললেন মুখ্যমন্ত্রী

সাসপেন্ডের সিদ্ধান্ত প্রত্যাহার স্পিকারের, শুভেন্দুর ‘হয়ে’ কী এমন বললেন মুখ্যমন্ত্রী

a726f1e8702216bc2a1a139b685517e0

কলকাতা: রাজ্যপালের ভাষণ নিয়ে উত্তেজনা সোমবারও বহাল ছিল বিধানসভায়। বলা ভাল, এদিন উত্তাপ আরও একটু বেশি বাড়ে কারণ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। অভিযোগ করা হয়েছিল যে, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তিনি অপমান করেছেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এরপর চমকপ্রদ এক ঘটনা ঘটে। রাজ্যপালের ভাষণ নিয়ে জবাবি বক্তব্য রাখতে উঠে শুরুতেই স্পিকারের কাছে ‘শুভেন্দুর হয়ে ক্ষমা চান’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- ‘দেশে থাকার অধিকার নেই!’, ডিএ আন্দোলনাকারীদের বিরুদ্ধে বিস্ফোরক ফিরহাদ

বিষয় হল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার জন্য তাঁকে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরে বিধানসভার তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার হয়ে ‘ক্ষমা চাওয়ায়’ ওই সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছেন স্পিকার। অন্যদিকে তৃণমূল বিধায়ক তাপস রায় যে প্রস্তাব এনেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তা তিনি প্রত্যাহার করে নেন। উল্লেখ্য, এদিন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন তখন তাঁর সঙ্গে একপ্রস্ত ‘কথা কাটাকাটি হয় স্পিকারের। পরে বিজেপি বিধায়করা ‘পিসি চোর, ভাইপো চোর’ স্লোগান তুলে বিধানসভা থেকে বেরিয়ে যান।