PAC চেয়ারম্যান পদে মুকুল? হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পিকার

PAC চেয়ারম্যান পদে মুকুল? হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পিকার

2adac13c3061602bfb47b910e700319a

কলকাতা: মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে থাকা নিয়ে মামলায় গেল সুপ্রিম কোর্টে৷ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গত ২৮ সেপ্টেম্বর কলকাটা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ জানায়, মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান পদে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে৷ ৭ অক্টোবরের মধ্যে বিধানসভার অধ্যক্ষকে এই সিদ্ধান্তের কথা জানাতে হবে হাইকোর্টে। তার ২ দিন আগেই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিমান বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- তৃণমূলে ফেরার চেষ্টা করছে অজুর্ন সিং, বিস্ফোরক দাবি নির্মলের

প্রথা ভেঙে মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই অভিযোগে জনস্বার্থ মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত বিষয়টি এখনও পর্যন্ত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেই বিচারাধীন অবস্থায় রয়েছে। এই বিষয়ে অধ্যক্ষ অযথা সময় নষ্ট করছেন বলে অভিযোগ করেন অম্বিকা রায়ের আইনজীবী। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন বিধানসভার অধ্যক্ষ৷ 

এদিকে, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের কাছে সময় চাইলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। আগামী ১৫ ই নভেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে একথা জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে৷ ইতিমধ্যেই মামলাকারী কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়কে এ বিষয়ে মামলার কপিও পাঠিয়ে দেওয়া হয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *