বিধানসভার স্পিকারের ভর্ৎসনা সুজিত বসুকে! কেন

বিধানসভার স্পিকারের ভর্ৎসনা সুজিত বসুকে! কেন

কলকাতা: আজ বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চরম ভর্ৎসনা করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। কারণ তিনি দমকল মন্ত্রী হয়েও জানেন না যে রাজ্যে কতগুলো আগুন লাগার ঘটনা ঘটেছে! পাশাপাশি আগুনের কারণে কত লোক মারা গিয়েছে সেই সংখ্যাও দমকল মন্ত্রীর জানা নেই! বিধানসভার শীতকালীন অধিবেশনে অধ্যক্ষের প্রশ্নের উত্তর দিতে না পারার জন্য চরম ভর্ৎসিত তিনি।

এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে মেটিয়াবুরুজের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল খালেক মোল্লা প্রশ্ন করেন যে রাজ্যে কতগুলি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাতে কত মানুষ মারা গিয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুজিত বসু বলেন যে তিনি এই ব্যাপারে এখনই কিছু জানেন না। এই সংক্রান্ত কোনো তথ্য তার কাছে এই মুহূর্তে নেই। রাজ্যের দমকল মন্ত্রী হয়েও কেন তিনি এই ব্যাপারে কিছু জানেন না সেই প্রশ্ন তুলে তাঁকে ভর্ৎসনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সুজিতের উদ্দেশ্যে বিমান বলেন, দমকল মন্ত্রী হওয়ার কারণে এই বিষয়গুলি তাঁকে গুরুত্ব দিতে হবে। আরো মানবিক ভাবে বিষয়টি দেখতে হবে। আগুন লাগার ঘটনা কতগুলি ঘটছে এবং তাতে কত মানুষ মারা যাচ্ছে সেই তথ্য অবশ্যই দমকল মন্ত্রীর রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে এই সংক্রান্ত যাবতীয় তথ্য জোগাড় করার নির্দেশ তিনি দিয়েছেন সুজিত বসুকে। যদিও স্পিকারের মন্তব্যের পর কোনও রকম পাল্টা প্রতিক্রিয়া দেননি রাজ্যের দমকল মন্ত্রী।

উল্লেখ্য, আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর হাজির হয়েছিলেন বিরোধীদলের বিধায়করা। যদিও আসেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত সপ্তাহে বিধানসভায় শপথ নেন রাজ্যের ৪ নতুন বিধায়ক কিন্তু সেদিনও দেখা যায়নি বিজেপি বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক কটাক্ষ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eighteen =