শুভেন্দুর সাসপেনশন তুলে নিলেন স্পিকার, যোগ দিতে পারবেন বাজেট অধিবেশনে

শুভেন্দুর সাসপেনশন তুলে নিলেন স্পিকার, যোগ দিতে পারবেন বাজেট অধিবেশনে

Speaker biman banerjee

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ ফলে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে যোগদান করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না শুভেন্দুর সামনে৷ গত বছর নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন চলার সময় তাঁকে সাসপেন্ড করেছিলেন স্পিকার৷ কিন্তু বাজেট অধিবেশন শুরুর আগে সেই সাসপেনশন প্রত্যাহার করে নিলেন তিনি৷ চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা। নিয়ম অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা। কিন্তু সেই প্রথা এবার মানা হচ্ছে না। রাজভবনকে এড়িয়েই এবার বাজেট পেশ করা হবে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =