এসপি-আইসি’কে ফাঁসাতে হবে, ফোনে বলছেন ‘মমতা’! চর্চায় বিজেপির অডিও টেপ

এসপি-আইসি’কে ফাঁসাতে হবে, ফোনে বলছেন ‘মমতা’! চর্চায় বিজেপির অডিও টেপ

af140f740c67bb929d2ad6c5b2dbfa2f

কলকাতা: বিধানসভা নির্বাচন শুরুর মুখে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও টেপ প্রকাশ্যে এনেছিল যার ফলে আলোড়ন শুরু হয়ে যায় গোটা বাংলায়। এবার ফের একবার অডিও বোমা মারল তারা। কোচবিহারের শীতল খুশির ঘটনা প্রসঙ্গে সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনালাপের অডিও টেপ ভাইরাল করেছে তারা। তাদের তরফে দাবি করা হচ্ছে এই অডিওর মহিলা কণ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং পুরুষ কন্ঠ পার্থ প্রতিম রায়ের। এই অডিও ক্লিপে মহিলাকণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, শীতলকুচি কাণ্ডের জন্য এসপি এবং আইসিকে ফাঁসাতে হবে। এই অডিও টেপের সত্যতা যাচাই করেনি আজ বিকেল

অডিও টেপে মহিলা কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, ”এখনই পুলিশ স্টেটমেন্ট নিতে গেলে নেবে না। ভালো করে এফআইআর করতে হবে ল’ইয়ার-এর সাথে কনসাল্ট করে। যাতে কম্যান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা ফাঁসে। তুমি এক কাজ করো পুরো এফআইআর করবে। ল ইয়ারকে দিয়ে, নিজের ইচ্ছামত করবে না। এফআইআর বাড়ির লোক যেটা করবে সেটা আমি বলে দেব আফটার ইলেকশন। চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, হেরে যাও। সবকটাকে অ্যারেস্ট করাব, সবকটা সিআরপিএফকে। ডেড বডিগুলোকে এখন রেখে দাও। কালকে ডেডবডিগুলো নিয়ে র‍্যালি হবে।” অন্যদিকে পুরুষ কন্ঠ মহিলা কন্ঠে শান্ত হওয়ার পরামর্শ দিয়ে জানাচ্ছেন যে প্রত্যেকটা বুথে এজেন্ট দেওয়া গিয়েছে এবং তিনি যা নির্দেশ দিচ্ছেন সেই হিসাবে কাজ হবে। মহিলা কণ্ঠ আরো বলছে, সাধারণ মানুষ যাদের ভোট দিতে না পারে সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। বিজেপি ক্ষমতায় এলেই বাংলা এনপিআর আর ডিটেনশন ক্যাম্প বানাবে, সেই জন্যই যাবতীয় ঘটনা ঘটাচ্ছে তারা। 

এই অডিও ক্লিপ প্রসঙ্গে অমিত মালবের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যারা মারা গিয়েছেন তাদের মৃতদেহ নিয়ে মিছিল করতে চান এবং এই নির্বাচনকে সাম্প্রদায়িক করতে চান, শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকের জন্য। তিনি মনে করছেন যারা মারা গিয়েছেন তারা তৃণমূল কংগ্রেস কর্মী।  আদতে তারাই শীতলকুচির ওই বুথ ক্যাপচার করতে গেছিল। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অমিত মালব্য দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধমূলক মানসিকতা রয়েছে এবং সেই কারণেই তিনি মৃতদেহ নিয়ে এখন মিছিল করার প্রচেষ্টায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *