Aajbikel

পার্থ-বালুদের ‘মিস’ করেন? জবাবে কী বললেন শোভনদেব?

 | 
শোভনদেব

কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়৷ গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা দিল্লির তিহার জেল৷ এরই মধ্যে নতুন সংযোজন জ্যোতিপ্রিয় মল্লিক! রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতারের পর আপাতত তিনি প্রেসিডেন্স জেলের বাসিন্দা। এই তিন নেতার মধ্যে পার্থ এবং বালু রাজ্যের মন্ত্রী৷ কেষ্ট বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। এক সময় তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের ছিলেন তাঁরা। রাজনৈতিক যুদ্ধে মমতার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন৷  এই ত্রয়ীর অনুপস্থিতি নিয়ে কী বলছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়? মিস করেন সঙ্গীদের?

প্রথম সারির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোভনদেব জানান, তাঁদের অনুপস্থিতিতে খারাপ লাগে তাঁর৷ তিনি বলেন, “ওঁরা দু’জনই আমার থেকে ছোট। ওদের দু’জনকেই রাজনীতিতে আসতে দেখেছি। স্বাভাবিক ভাবেই ওরা যে এখন কারাগারে রয়েছে, তার জন্য আমি দুঃখিত।”

Around The Web

Trending News

You May like